কলকাতা লেদার কমপ্লেক্সে দুর্ঘটনা, তিন ঘণ্টার চেষ্টায় উদ্ধার কর্মীর দেহ, বাড়তে পারে মৃতের সংখ্যা
বাকিরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে পা পিছনে এক্কেবারে ভিতরে পড়ে যান এক কর্মী।
কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে (Kolkata Leather Complex) সাতসকালেই দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১। আশঙ্কাজনক ২। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার সকালে লেদার কমপ্লেক্সে ৩ নম্বর গেটে কেএমডির ইটিএস প্রজেক্টের কাজ চলছিল। ম্যান হোলে রঙ করছিলেন বেশ কয়েকজন কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, রঙ করার সময়ই পড়ে যান তিন জন কর্মী। বাকিরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে পা পিছনে এক্কেবারে ভিতরে পড়ে যান এক কর্মী।
আরও পড়ুন: জোড়াবাগান কাণ্ড: দারোয়ানের মোবাইলে অসংখ্য পর্ন ভিডিয়ো, শিশুর পাকস্থলীতে মিলল চিপস, বিরিয়ানি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ডিএমজি-র টিম তিন ঘণ্টার চেষ্টায় বাকি একজনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তাঁর মৃত্য়ু হয়। ঘটনাস্থলে পুলিশ।