‘নেমে দাঁড়াতেই, হঠ করে গাড়ি স্টার্ট দেন ওঁরা! বুঝে ওঠার আগেই ট্যাক্সি হাওয়া’
Kolkata: দিশেহারা অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন বীরেন্দ্র যাদব নামে ট্যাক্সি চালক। ১০০ ডায়ালে ফোন করে ঘটনার কথা জানান।
কলকাতা: রাস্তার ধারেই দাঁড়িয়ে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে ছিলেন চালক। জনা চারেক যুবক হুল্লোড় করতে করতে আসেন। কালীঘাট থেকে ট্যাক্সিতে ওঠেন তাঁরা। যাওয়ার কথা ছিল পঞ্চসায়রে। চালক রাজি ছিলেন না। এক প্রকার জোর করেই ট্যাক্সিতে উঠে পড়েন তাঁরা। এরপর মাঝ রাস্তায় ট্যাক্সিচালককে গালি গালাজ করতে থাকেন। চালক গাড়ি থেকে নেমে দাঁড়ান। অভিযোগ, তখন তাঁর ট্যাক্সি নিয়ে চম্পট দেন চার যুবক। চালকও দৌড়তে থাকেন। পড়ে তাঁর মাথা ফেটে যায়। যাত্রী সেজে ট্যাক্সি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠল কালীঘাটে (Kalighat)। যদিও চার যুবক ধরা পড়েছে পুলিশের জালে।
ট্যাক্সি চালকের বয়ানে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাট থেকে ৪ যুবক ট্যাক্সিতে ওঠেন। চালক প্ৰথমে রাজি না হলেও একপ্রকার জোর করেই ট্যাক্সিতে ওঠে সকলে। সকলেই পঞ্চসায়র থানা এলাকার শহিদ স্মৃতি এলাকায় বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, চালক প্রথম কথা মতো তাঁদের গন্তব্যে নিয়ে যান। অভিযোগ, তারপরও চার যুবক গাড়ি নিয়ে এগিয়ে যেতে বলেন ট্যাক্সি চালককে। রাজি না হওয়ায় চালকের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এরপর ট্যাক্সিচালক প্রতিবাদ করায় তাঁকে চড় মারে বলে অভিযোগ।
চালক গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে যান। চার যুবক গাড়ি থেকে নেমে বেধড়ক মারধর করেন। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান চালক। অভিযোগ, তখনই ফটাফট চার যুবক ট্যাক্সিতে উঠে পড়েন। গাড়ি স্টার্ট দিয়ে ধাওয়া। রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেঁটে যায় ট্যাক্সি চালকের। ঘটনার আকস্মিকতার রেশ কাটিয়ে ওঠার আগেই গাড়ি তাঁর হাতছাড়া।
দিশেহারা অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন বীরেন্দ্র যাদব নামে ট্যাক্সি চালক। ১০০ ডায়ালে ফোন করে ঘটনার কথা জানান। এরপরেই পঞ্চসায়র থানার পুলিশ ট্যাক্সি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁর মাথায় ক্ষত রয়েছে। সেলাই পড়েছে। তবে ট্যাক্সিচালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
রাতেই শহিদ স্মৃতি এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে এবং ট্যাক্সি উদ্ধার হয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনা আকস্মিক নাকি এই যুবকদের সঙ্গে অন্য চক্র জড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছেটন তদন্তকারীরা।
ট্যাক্সিচালকের কথায়, “বুঝতেই পারিনি এমনটা হবে। অনেক সময়ই যেতে চাই না। অনেক যাত্রীই জোরাজুরি করেন। যেতে বাধ্য হই। যাত্রীদের সঙ্গে মাঝেমধ্যে কথা কাটাকাটিও হয়। তবে এমনটা যে হবে কখনও আঁচ করতে পারিনি। কী ভয়ানক কাণ্ড। ” পুলিশ জানিয়েছে, চার জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। ওই যুবকরা আদৌ কী কাজ করে, সেদিন কোথা থেকে ফিরছিল, গাড়ি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের টানা জেরা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, কোনও সূত্রের খোঁজ মিলবে। আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় গতি আনতে জোন-ওয়াইস তদন্তে সিবিআই, আজ ‘স্পট ভিজিট’ নদিয়ায়