‘বাংলায় হিন্দুরা আদৌ সুরক্ষিত? #টিএমসিতালিবান রুল চলছে…’ সন্ন্যাসীর মুখে মদ ঢালায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

Bengal BJP: রামপুরহাটে হিন্দু সন্ন্যাসীর মুখে মদ ঢেলে একাদশী ভঙ্গের চেষ্টার ঘটনায় এবার সরব গেরুয়া শিবির। সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তুললেন বিজেপি নেতৃত্ব।

'বাংলায় হিন্দুরা আদৌ সুরক্ষিত? #টিএমসিতালিবান রুল চলছে...' সন্ন্যাসীর মুখে মদ ঢালায় তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2021 | 7:08 AM

কলকাতা: আশ্রমের সামনে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন তিনি। উল্টে তাঁর মুখেই জোর করে মদ ঢেলে দেয় দুষ্কৃতীরা। রামপুরহাটে হিন্দু সন্ন্যাসীর মুখে মদ ঢেলে একাদশী ভঙ্গের চেষ্টার ঘটনায় এবার সরব গেরুয়া শিবির। সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তুললেন বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে দার্জিলিঙের সাংসাদ রাজু বিস্তা, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আক্রান্ত সন্ন্যাসীর ভিডিয়ো প্রকাশ্যে এনে প্রতিবাদ জানিয়েছেন। ঘটনায় বিস্তিত, স্তম্ভিত তাঁরা।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লিখেছেন, “হিন্দু সন্ন্যাসীর মুখে মদ ঢেলে একাদশীর উপোস ভঙ্গ হচ্ছে !! এই রাজ্য হিন্দুদের জন্য আদৌ আর সুরক্ষিত আছে ?” তিনি বলেন, “এর থেকে লজ্জার আর দুঃখের কিছু হতে পারে না। রামকৃষ্ণ মিশনের স্বামীজিই আজ আক্রান্ত। তাঁর মুখে জোর করে মদ ঢেলে একাদশী ভঙ্গ করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের মহিমা কালিমালিপ্ত হচ্ছে বাংলায়।”


প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন রাজু বিস্তা। তাঁর কথায়, “আমি ভিডিয়োটা দেখে স্তম্ভিত ও মর্মাহত। বাংলায় তো রামকৃষ্ণ মিশনের স্বামীজিরই কোনও নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কী অবস্থা তাহলে! বাংলায় #টিএমসিতালিবান রুল চলছে।”


ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপ মিত্র চৌধুরী বলছেন, বাংলায় ধর্ম, মানবতা আক্রান্ত। গেরুয়া বসনধারী স্বামীজি আক্রান্ত। তাঁদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে।


প্রসঙ্গত, বুধবার গভীর রাতে রামপুরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। রাতে আশ্রমের বাইরে চিত্কার শুনতে পেয়ে বাইরে যান ওই সন্ন্যাসী। কয়েকজন যুবককে আশ্রম প্রাঙ্গণে বসে মদ্যপান করতে দেখেন ওই সন্ন্যাসী। তিনি ওই যুবকদের আশ্রমের সামনে মদ্যপান করতে বারণ করেন। অভিযোগ, সেইসময়ে ওই যুবকেরা সন্ন্যাসীর উপর চড়াও হয়ে মারধর করে। এমনকী, তাঁর মুখে জোর করে মদ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। সন্ন্যাসী চিত্‍কার করে উঠলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে তারপরে তাঁকে ক্রমাগত প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায়, রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সন্ন্যাসী।

স্থানীয় তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। তবে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ওই সন্ন্যাসীর নিরাপত্তাতেও যে বিশেষ নজর দেওয়া হবে তাও জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তবে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তুঙ্গে বিতর্ক! আরও পড়ুন: ‘এখানে এসব চলবে না’, সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দিল দুষ্কৃতীরা!