নেটওয়ার্কে ক্রটি! সাত-আট ঘণ্টা পর ফের স্বাভাবিক বিএসএনএল পরিষেবা
নেটওয়ার্কে বড় রকমের ক্রটি, মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত বিএসএনএল (BSNL) পরিষেবা।
কলকাতা: নেটওয়ার্কে বড় রকমের ক্রটি, মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত বিএসএনএল (BSNL) পরিষেবা।
বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাতটা থেকে বিএসএনএল মোবাইল নেটওয়ার্কে বড় রকমের ত্রুটি লক্ষ্য করা যায়। বিএসএনএল টেলিফোন এক্সচেঞ্জ থেকে সেই ত্রুটি মেরামতির জন্য কাজ করা হয়। দীর্ঘ সাত-আট ঘণ্টা কাজ করার পর পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে বলে দাবি বিএসএনএল কর্তৃপক্ষের।
তাদের বক্তব্য, বিএসএনএল মোবাইল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়নি। তবে কলকাতা প্রায় ৪০ শতাংশ পরিষেবা ভেঙে পড়েছিল। যে সময় পরিষেবা বন্ধ ছিল সেই সময় গ্রাহকদের মোবাইলে কোন রকম নেটওয়ার্ক শো করছিল না বলে জানিয়েছেন বিএসএনএল আধিকারিকরা। তবে এখন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
আরও পড়ুন: লজ্জাজনক ঘৃণ্য দৃষ্টান্ত! অতিমারি পরিস্থিতিতেও কোভিডে মৃতদের দেহ নিয়েও রাজ্যে সক্রিয় দালালচক্র
আগামী দিনে যাতে এই ধরনের বিপর্যয় না হয় সে কারণে যথেষ্ট গুরুত্ব দিয়ে ত্রুটি মেরামতি করা হয়েছে বলে জানা গেছে বিএসএনএল সূত্রে।