স্বাস্থ্যমন্ত্রকে উচ্চ পদে কর্মরত! ভুয়ো পরিচয় ভাঙিয়ে চিকিত্সকের সঙ্গে প্রতারণা অপর চিকিত্সকের
Fraud Case: নবীনকুমার তাঁর বিশ্বাস অর্জন করেন। ওই চিকিত্সককে আশ্বাস দেন, প্রভাব খাটিয়ে তিনি তাঁর ছেলেকে ডিপ্লোমাতে ভর্তি করিয়ে দেবেন।
কলকাতা: স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদে কর্মরত। ভুয়ো পদ ভাঙিয়ে এক চিকিত্সকের সঙ্গে ২৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল দিল্লির ওপর এক চিকিত্সকের বিরুদ্ধে। দিল্লির রাজৌরি থানার পুলিশ এসে শুক্রবার সল্টলেক থেকে অভিযুক্ত চিকিত্সককে গ্রেফতার করে। এতদিন সল্টলেকে (Salt Lake) আত্মগোপন করে ছিলেন অভিযুক্ত চিকিত্সক নবীনকুমার শর্মা। তিনি আদতে হরিয়ানার বাসিন্দা।
কেস হিস্ট্রি
পুলিশ সূত্রে খবর, নবীনকুমারের সঙ্গে দিল্লির এক চিকিত্সকের পরিচয় হয়। তিনি তাঁকে বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রকে উচ্চপদে কর্মরত। দিল্লির বাসিন্দা ওই চিকিত্সক ছেলেকে পিজি ডিপ্লোমাতে ভর্তি করাতে চেয়েছিলেন। সেই বিষয়ে নবীনকুমারের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি।
নবীনকুমার তাঁর বিশ্বাস অর্জন করেন। ওই চিকিত্সককে আশ্বাস দেন, প্রভাব খাটিয়ে তিনি তাঁর ছেলেকে ডিপ্লোমাতে ভর্তি করিয়ে দেবেন। এরপর টাকার দরকার। এরপর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ২৪ লক্ষ টাকা নবীনকুমারকে দেন চিকিত্সক।
অভিযোগ, এরপরই নবীনকুমার তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তাঁর ফোনও নট রিচেবল হয়ে যায়। এরপর ২০২০ সালে দিল্লির রাজৌরি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দিল্লির রাজৌরি থানার পুলিশ।
দীর্ঘদিন পর পুলিশ খবর পায় যে, কলকাতার সল্টলেকে অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দিয়ে রয়েছেন। এরপরই বিধাননগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের সহযোগিতায় সল্টলেক থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত নবীনকুমার শর্মাকে।
জেরায় জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হরিয়ানার বাসিন্দা এবং তিনি নিজেও একজন বেসরকারি সংস্থার চিকিত্সক। ট্রানজিট রিমান্ডে দিল্লির রাজৌরি থানার পুলিশ তাঁকে নিয়ে যাবে। আরও পড়ুন: বাসের কোণার সিটে বসেছিলেন, উর্দিধারীদের দেখতেই বাইরে এক দৃষ্টিতে নজর! ডানকুনিতে STF-র জালে মুঙ্গেরের অস্ত্র কারবারি