Gujarat CM Resign: ‘ওঁকে তো পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হয়েছে’, গুজরাটের মুখ্যমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে মমতাকে জবাব দিলীপের
Dilip Ghosh: রবিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, "আমাদের দলে কী চলছে, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না।
কলকাতা: “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তো পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হয়েছে। আগে নিজের দলের দিকে তাকান।” গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রীর ইস্তফা নিয়ে তৃণমূলের কটাক্ষের পাল্টা উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রবিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমাদের দলে কী চলছে, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আজকে দলটাকে বাঁচানোর জন্য পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে ওঁকে। জোর করে বাই ইলেকশন করাতে হচ্ছে।” তিনি বলেন, “লোককে লাইনে দাঁড় করিয়ে প্রশ্ন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একবার ইস্তফা দিয়ে দেখুন, পার্টি টা থাকে কিনা। অন্যের বাড়িতে তাকানোর আগে নিজের বাড়িতে ভালো করে তাকিয়ে দেখুন।”
শনিবার আচমকাই ইস্তফা দেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। বিজয় রূপাণীর ইস্তফার কারণ ধোঁয়াশাই থেকে গিয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, এই ভাবে ইস্তফা বিজেপি অন্দরেও সাংগঠনিক ক্ষেত্রে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।
এই নিয়ে কটাক্ষ করতে শোনা যায় তৃণমূলকেও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাত্র ৬ মাসে চতুর্থ মুখ্যমন্ত্রীর ইস্তফা! বিজেপিতে হচ্ছেটা কী?” সেই কটাক্ষর পাল্টা উত্তর দিলেন দিলীপ। ভবানীপুরে উপনির্বাচন নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধেন দিলীপ ঘোষ।
এদিকে, গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য বিজেপি ইতিমধ্যেই নিয়োগ করেছে দুই পর্যবেক্ষক। মুখ্যমন্ত্রী বাছাইয়ের বিশেষ দায়িত্বে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রহ্লাদ যোশীকে। বেলা ৩ টের সময় বিধায়ক দলের বৈঠক। সেখানেই ঘোষণা হবে কে নতুন মুখ্যমন্ত্রী। গুজরাট বিজেপি সূত্রে খবর, আপাতত গুজরাটের মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে থাকা ব্যক্তিদের মধ্যে নাম রয়েছে নীতিন প্যাটেল, মনসুখ মাণ্ডব্য, আরসি ফালদু, পুরুষোত্তম রুপালা।
আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন মুখ্যমন্ত্রীর গড়ে। তৃণমূল নেতৃত্ব সুর চড়িয়েছেন, “বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে।” পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি নেতৃত্বও। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ইতিমধ্যেই বলেছেন, ” আমরা জেতার জন্য নির্বাচনে নেমেছি।” এবার জামানত জব্দ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সে তো নন্দীগ্রামে বলেছিলেন। বুঝতে পেরেছেন কী হয়েছে! যদি এতো দম থাকে, তাহলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন, বসেই থাকুন। লোক ভোট দিয়ে যাবে। আমরা লড়ব লোকের কাছে যাব। ডিসিশন তো লোক দেবে।”
এদিকে, ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রচার সারেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওঁর ওয়েট আছে, তাই তিনি হেভিওয়েট। তাই চিকিত্সক ওঁকে হাঁটার পরামর্শ দিচ্ছেন।” বিশ্লেষকরা বলছেন, এই কথাতে বিজেপি প্রার্থীর আত্মবিশ্বাসের সুরই প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: Gujarat CM Resigns: গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা বিজয় রূপাণীর
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘ওঁর কানে সারাজীবন হারের যন্ত্রণা বাজবে,’ ফের মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর