ঝা চকচকে চেহারা-মিষ্টি মুখ! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই নজরে সুন্দরী মহিলা ‘ট্রাফিক সার্জেন্ট’

Kolkata Fake Officer: বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন বিক্রমগড়ের বাসিন্দা সুলগ্না।

ঝা চকচকে চেহারা-মিষ্টি মুখ! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই নজরে সুন্দরী মহিলা 'ট্রাফিক সার্জেন্ট'
ছবি- সোশ্যাল মিডিয়া থেকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 2:35 PM

কলকাতা: ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে সানগ্লাস! দৃশ্যত নায়িকা কিন্তু পরনে ট্রাফিক সার্জেন্টের উর্দি! সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে এহেন মহিলা ট্রাফিক পুলিশ কর্তার ছবি ঝড় তুলেছিল! নজর কেড়েছে অনেকেরই। কিন্তু তারই ফাঁকে একটি মামলা দায়ের হয়ে যায় কলকাতা পুলিশের সাইবার সেলে। তাতেই শহরের বুকে সুন্দরী ‘ট্রাফিক পুলিশ কর্তা’র পর্দা ফাঁস।

রাজ্য জুড়ে একের পর এক ভুয়ো সরকারি আধিকারিকের খোঁজ মিলছে। এবার কলকাতায় এক ভুয়ো মহিলা পুলিশের খোঁজ পাওয়া গেল। নিজেকে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে ‘বাবা’ বলেও সম্বোধন করেন তিনি! অভিযোগ তেমনটাই। ইতিমধ্যেই সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছে সুলগ্না ঘোষের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিজেকে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন বিক্রমগড়ের বাসিন্দা সুলগ্না। পরে দেখা যায়, সেই ছবি নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিটও করে দেন তিনি। কলকাতা পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের হয়েছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজের স্ট্যাটাস বাড়াতেই কি এই পোস্ট করেছিলেন তরুণী? নাকি এর পিছনে অন্য কোনও ছক রয়েছে? জেরায় সেই বিষয়টিই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, তরুণীর বিরুদ্ধে প্রতারণার কোনও অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে কেন তিনি পুলিশ কমিশনাকে বাবা পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, তরুণীর মায়ের দাবি, তাঁর মেয়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি মডেলিং করেন। একাধিক নাটকেও অভিনয় করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোশাক তাঁকে পরতে হয়। ভালোলাগার জায়গা থেকেই পুলিশের পোশাক পরে সোশ্য়াল মিডিয়ায় ছবি দিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ কমিশনাকে বাবা পরিচয় কেন দিয়েছিলেন? তা এখনও ধোঁয়াশার। ইতিমধ্যেই ওই তরুণীকে থানায় ডেকে সতর্ক করেছেন তদন্তকারীরা।

এদিকে, প্রতারণার শিকার হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে প্রতারণা করেন বলে অভিযোগ। ইতিমধ্যেই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন শান্তনু সেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক জনকে। আরও পড়ুন: এবার ভুয়ো ইডি কর্তা! প্রতারণার শিকার খোদ তৃণমূল সাংসদ

COVID third Wave