হাসপাতাল থেকে ফেরা হল না, বাড়ির অদূরেই পা ভাঙা অবস্থায় বৃদ্ধের রক্তাক্ত দেহ

ঘটনাটি ঘটেছে বেহালার (Behala) পর্ণশ্রীর (Parnashree) বনমালি নস্কর রোডে।

হাসপাতাল থেকে ফেরা হল না, বাড়ির অদূরেই পা ভাঙা অবস্থায় বৃদ্ধের রক্তাক্ত দেহ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 3:20 PM

কলকাতা: ক্যাথিটার পরিবর্তন করে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফেরা হল না প্রৌঢ়ের। বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল দেহ। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala) পর্ণশ্রীর (Parnashree) বনমালি নস্কর রোডে। মৃতের নাম শান্তিরঞ্জন পদ্মার (৬৪)।

শান্তি রঞ্জন পোদ্দার পেশায় ব্যবসায়ী। রবিবার রাতে নিজের ক্যাথিটার বদল করতে গিয়েছিলেন বিদ্যাসাগর হাসপাতালে। পরিবারের দাবি, সেখান থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। স্ত্রীকে ফোনে সেকথা জানিয়েছিলেন। রাসবিহারীতে কোনও একটি ক্যাথিটার বদল করে বাড়ি ফিরছিলেন।

রাত তিনটের সময়েও স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। তারপর থেকে স্ত্রী আর তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। খোঁজাখুঁজি করেও না পেয়ে পর্ণশ্রী থানায় যাচ্ছিলেন তাঁর স্ত্রী। সেই সময় বাড়ি থেকে ঠিক একশো মিটার দূরেই রাস্তার ধারে পা ভাঙ্গা ও রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন তিনি।

Behala Parnasree Kolkata Crime News

নিজস্ব চিত্র

আরও পড়ুন: অধিকাংশ সরকারি হাসপাতালে বেডের ঘাটতি, ভয় বাড়াচ্ছে করোনা

স্ত্রীর অভিযোগ, যে গাড়িতে তিনি ফিরছিলেন, তারই চালক পয়সার জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। শান্তি রঞ্জনের মানিব্যাগটিও খালি অবস্থায় দেহের পাশে পড়েছিল। ইতিমধ্যেই পর্ণশ্রী থানার অভিযোগ দায়ের করেছেন। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।