অধিকাংশ সরকারি হাসপাতালে বেডের ঘাটতি, ভয় বাড়াচ্ছে করোনা

বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে (Corona Update) ভারত। দেশবাসীর সহায়তা ছাড়া অতিমারি পরিস্থিতির মোকাবিলা করা কঠিন, বলছে কেন্দ্র।

অধিকাংশ সরকারি হাসপাতালে বেডের ঘাটতি, ভয় বাড়াচ্ছে করোনা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2021 | 2:35 PM

কলকাতা: দ্বিতীয় ঢেউয়ে আরও বিপজ্জনক করোনা। ছড়াচ্ছে আরও দ্রুত হারে। আগামী চার সপ্তাহে দেশ জুড়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতি। হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রকের। দেশবাসীর সহায়তা ছাড়া অতিমারি পরিস্থিতির মোকাবিলা করা কঠিন, বলছে কেন্দ্র। বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে (Corona Update) ভারত।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬। মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা দুই জেলাতেই সংক্রামিত হাজার পার।

এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী্র সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতালগুলিকেও। রেকর্ড সংক্রমণে সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালে কোথায় কত শয্যা খালি তার একটি তথ্য প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম- সর্বত্র হাসপাতালে শয্যা সঙ্কট। এম আর বাঙুরে একটাও বেড খালি নেই। এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রোগীদের রাখতে হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজে এই মুহূর্তে ৩টি বেড খালি রয়েছে। অনেক দেরি করে রোগীদের হাসপাতালে আনা হচ্ছে বলে মৌখিক ভাবে জানিয়েছেন কলকাতা মেডিক্যালের অধ্যক্ষা।

আরও পড়ুন: ‘দিলীপ ঘোষের প্রচার নিষিদ্ধ করা উচিৎ’, শীতলকুচি নিয়ে বক্তব্যের পর কমিশনকে চিঠি তৃণমূলের

রবিবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ কেস ২৩, ৯৮১। এর মধ্যে ২০, ৫৩০ জন্য‌ই হোম আইসোলেশনে রয়েছেন। হাসপাতালে ৩৪২৮। সেফ হোমে ২৩ জন। এত বিপুল সংখ্যক রোগী হোম আইসোলেশনে থাকা বিপজ্জনক।