OLA Uber: সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির আশঙ্কা, আজ ওলা-উবার চালকদের বিক্ষোভ

| Updated on: Sep 13, 2021 | 11:31 AM
সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ। অস্বাভাবিক জ্বালানি তেলের দাম, ওলা উবার কোম্পানির শোষণ, পুলিশের জুলুমবাজির অভিযোগ, ক্যাব চালকদের ক্ষেত্রে কমার্শিয়াল লাইসেন্স চালু করর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালকদের।

সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ। অস্বাভাবিক জ্বালানি তেলের দাম, ওলা উবার কোম্পানির শোষণ, পুলিশের জুলুমবাজির অভিযোগ, ক্যাব চালকদের ক্ষেত্রে কমার্শিয়াল লাইসেন্স চালু করর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালকদের।

1 / 5
সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এম জি রোড ও ব্রাবন রোডের সংযোগ স্থলে ব্রিজের নীচে জমায়েত করে বিক্ষোভ দেখাবেন তাঁরা।

সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ এম জি রোড ও ব্রাবন রোডের সংযোগ স্থলে ব্রিজের নীচে জমায়েত করে বিক্ষোভ দেখাবেন তাঁরা।

2 / 5
মূলত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। তবে মহিলাদের নিরাপত্তা আর কথা মাথায় রেখে এই বিক্ষোভ কর্মসূচি।

মূলত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। তবে মহিলাদের নিরাপত্তা আর কথা মাথায় রেখে এই বিক্ষোভ কর্মসূচি।

3 / 5
ওলা উবার চালকদের বিক্ষোভ কর্মসূচি (ফাইল ছবি)

ওলা উবার চালকদের বিক্ষোভ কর্মসূচি (ফাইল ছবি)

4 / 5
ওলা-উবার মালিকদের বক্তব্য, পেট্রোল–ডিজেলের মূল্য মারাত্মক হারে বেড়েছে। কিন্তু ভাড়া একই রয়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।  পরিস্থিতি একই থাকলে বিক্ষোভ জারি থাকবে।

ওলা-উবার মালিকদের বক্তব্য, পেট্রোল–ডিজেলের মূল্য মারাত্মক হারে বেড়েছে। কিন্তু ভাড়া একই রয়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। পরিস্থিতি একই থাকলে বিক্ষোভ জারি থাকবে।

5 / 5
Follow Us: