‘ধর্ষণের হুমকি’ মামলা, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি অভিনেত্রী প্রত্যুষা পালের
Pratyusha Paul: ২০২০ সালে থেকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকির শিকার হচ্ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা।
কলকাতা: ‘ধর্ষণের হুমকি’ মামলায় ব্যাঙ্কশাল আদালতে অভিনেত্রী প্রত্যুষা পাল 164-এ জবানবন্দি দিলেন অভিনেত্রী। আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেন তিনি।
অভিনেত্রী প্রত্যুষা পালকে (Pratyusha Paul) ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই আশিক মজুমদার নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলঘরিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
২০২০ সালে থেকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকির শিকার হচ্ছিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা। সে বছরই জুন মাসে প্রথম লালবাজারে ই-মেল করে অভিযোগ জানান অভিনেত্রী। কিন্তু তখন পুলিশ কড়া পদক্ষেপ করেনি বলে অভিযোগ অভিনেত্রীর।
এদিকে, আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে অভিযুক্ত। পাঠাতে থাকে একের পর এক আপত্তিকর মেসেজ, ধর্ষণের হুমকি, ওপেন স্টোরিতে ট্যাগ করা হতে থাকে সেক্সুয়াল স্কেচেস। অভিনেত্রী এরপর সরাসরি লালবাজারের দ্বারস্থ হন। হুমকি-পোস্টের স্ক্রিনশট জমা দেন অভিনেত্রী।
তাতে অভিযুক্ত ভয় তো পায়নি বরং আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। এরপর থেকে ইনস্টাগ্রামে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। অভিনেত্রী এর মাঝে অভিযোগ করেন, তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ডের সহযোগিতা চেয়েও তিনি পাননি। পরে লালবাজার থানার পুলিশ বছর খানেক বাদে অভিযুক্তকে গ্রেফতার করে। আরও পড়ুন: তলপেটে সেলাইয়ে লাথি, চেয়ার থেকে টেনে ছুড়ে ফেলা হল নার্সকে! ‘ঘৃণ্য’ ঘটনা মুর্শিদাবাদে