ব্যতিক্রমী নজির! বিধানসভায় পিএসি-র বৈঠক মুকুল-হীন, বিরোধী শূন্য
PAC: যাঁকে ঘিরে এত বিতর্ক, এত সংঘাত, সেই ব্যক্তিই উপস্থিত থাকলেন না বৈঠকে। অথচ তাঁরই উপস্থিতির প্রতিবাদ জানিয়ে বৈঠক বয়কট করলেন বিজেপির সদস্যরাও।
কলকাতা: নেই চেয়ারম্যান, পূর্ব ঘোষণা মতো অনুপস্থিত বিরোধীরাও! এভাবেই হয়ে গেল ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ পিএসি-র ‘ব্যতিক্রমী’ প্রথম বৈঠক। সূত্রের খবর, পরবর্তীতে কী কী ভাবে এগোনো হবে, পরের বৈঠকে কী কী আলোচনা হবে, তা স্থির হয়েছে এদিন। মুকুল রায়ের অনুপস্থিতিতে পিএসি-র অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে প্রথম বৈঠক পৌরহিত্য করলেন তাপস রায়। তবে মুকুল রায় আসবেন না তা তিনি নিজেই ই মেল করে বিধানসভা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন। আগামী ১৩ ও ২৭ অগাস্ট পিএসি-র পরবর্তী বৈঠক।
বৈঠকে ছিলেন নির্মল ঘোষ, তাপস রায়, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার ও শ্যামল মণ্ডলরা। কিন্তু যাঁকে ঘিরে এত বিতর্ক, এত সংঘাত, সেই ব্যক্তিই উপস্থিত থাকলেন না বৈঠকে। অথচ তাঁরই উপস্থিতির প্রতিবাদ জানিয়ে বৈঠক বয়কট করলেন বিজেপির সদস্যরাও। রাজনৈতিক সমালোচকদের কথায়, গোটা বিষয়টিই অত্যন্ত ‘ব্যতিক্রমী’ হয়েই রয়ে গেল।
সূত্রে খবর, এ দিনের বৈঠকে বিশেষ কোনও বিষয়ে আলোচনা হয়নি। চেয়ারম্যানের অনুপস্থিতিতে বৈঠক হওয়ার সুযোগ বিধানসভার বিধিতে রয়েছে। তবে তার গুরুত্ব কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের খবর, আগামী ১৩ ও ২৭ অগাস্ট পিএসি-র পরবর্তী বৈঠক। তবে এই বৈঠকগুলিতে বিরোধীরা যে অংশ নেবেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এরই পাশাপাশি আজকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে স্পিকারের ঘরে দ্বিতীয় শুনানি রয়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি চাইছে বিজেপি পরিষদীয় দল। মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে আদালতের দ্বারস্থ হবে শুভেন্দু টিম। তাই এ দিনের শুনানির তাত্পর্য অনেকটাই।
প্রসঙ্গত, কৃষ্ণনগর থেকে ২ মে বিজেপি-র টিকিটে জিতে ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল। তারপরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলারই দ্বিতীয় শুনানি আজ। অর্থাত্ আজ সারাদিন বিধানসভা মুকুল-ময়। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু মুকুল রায়ই আজ থাকতে পারছেন না বিধানসভায়। আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ত্রিপল খাঁটানো শিবিরেই আশ্রয় নিয়েছিলেন ওঁরা, মাটি ধসে তলিয়ে গেলেন খাদে….