Road Accident: রাতের কলকাতায় ফের বেপরোয়া গতি! গার্ড রেল ভেঙে দুমড়ে মুচড়ে দিল পুলিশের গাড়িও

Kolkata: কর্তব্যরত পুলিশ কর্মীদের কথায়, এই ঘটনা ঘটার সামান্য কিছু আগেই নাকা চেকিংয়ের জন্য তাঁরা গাড়ি থেকে নেমে রাস্তার ধারে দাঁড়ান।

Road Accident: রাতের কলকাতায় ফের বেপরোয়া গতি! গার্ড রেল ভেঙে দুমড়ে মুচড়ে দিল পুলিশের গাড়িও
দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 11:14 AM

কলকাতা: রাতের শহরে ফের বেপরোয়া গতির গাড়ি। ফের দুর্ঘটনা কলকাতায় (Kolkata)। বরাত জোরে বাঁচলেন পুলিশকর্মীরা। আহত হয়েছেন গাড়ির দুই আরোহী। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ হাইল্যান্ড পার্ক মোড়ে (Highland Park)। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়িটি প্রথমে রাস্তার ধারে রাখা গার্ড রেলে ধাক্কা মারে। তার পরই নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভে পার্ক থানার কিয়স্কের সামনে টহলদারি পুলিশের দু’টি গাড়িতে ধাক্কা মারে। সেই সময় কোনও পুলিশ কর্মী গাড়িতে ছিলেন না। তাঁরা রাস্তায় নেমে দাঁড়িয়েছিলেন বলেই প্রাণে বেঁচে যান। যদিও পুলিশের গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের একটি চাকা একেবারে খুলে ঝুলে পড়েছে। ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় সেটিকে। এদিকে যে গাড়িটি ধাক্কা মারে সেটিরও অবস্থা একেবারে খারাপ। সামনের কাঁচ ভেঙে যায়। গাড়ির বনেটও তুবড়ে গিয়েছে। জানা গিয়েছে, যে গাড়িটি ধাক্কা মারে, সেটিতে চালক ছাড়াও চারজন মহিলা যাত্রী ছিলেন।

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বাঘাযতীন ব্রিজ থেকে নামার মুখে হাইল্যান্ড পার্ক মোড়ে একটি বেপরোয়া চারচাকা গাড়ি প্রথমে ধাক্কা মারে পুলিশ গার্ড রেলে। এরপর সার্ভে পার্ক থানার পুলিশ কিয়স্কের সামনে দাঁড়িয়ে থাকা পরপর দু’টি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া গাড়িতে একজন চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন। ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই এই ঘটনা বলে পুলিশ সূত্রে খবর।

দুর্ঘটনায় ঘাতক গাড়িতে থাকা দু’জন কমবেশি আহত হন। কর্তব্যরত পুলিশ কর্মীদের কথায়, এই ঘটনা ঘটার সামান্য কিছু আগেই নাকা চেকিংয়ের জন্য তাঁরা গাড়ি থেকে নেমে রাস্তার ধারে দাঁড়ান। হঠাৎই বিকট শব্দ শুনতে পান। চোখ ফেরাতেই দেখেন একটি চার চাকার গাড়ি এসে দু’টি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে। এরপরই ছুটে যান তাঁরা। চালক সুস্থ প্রকৃতিস্থ ছিলেন না বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি। সেই সময় পুলিশের গাড়িতে একজনও থাকলে বড় বিপদ হতে পারত বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। এলাকার লোকজন জানান, যে গতিতে গাড়িটি ধেয়ে আসে তাতে মনে হচ্ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি গতি ছিল গাড়িটির। চালককে গ্রেফতার করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “অল্পের জন্য বেঁচে গিয়েছেন সকলে। শুধু একটা গাড়িতেই ধাক্কা মারেননি, প্রথমে গার্ড রেলটা ধাক্কা মেরে ফেলেছেন। এসআইয়ের একটা সুইফট গাড়ি ছিল সেটাকে পুরো ভেঙেছে। একইসঙ্গে পুলিশের প্যাট্রল ভ্যানও ভেঙে, চাকা খুলে গিয়েছে।” রাতের কলকাতার একের পর এক দুর্ঘটনা। প্রত্যেক ঘটনার পিছনে রোগ একটাই, বেপরোয়া গতি।  প্রশাসন বারবার সচেতন করলেও হুঁশ ফিরছে না কারও।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা