‘পাহাড়ে বিমলের জনপ্রিয়তা নেই, রয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই’, কটাক্ষ সায়ন্তনের

Sayantan Basu: সল্টলেকের বিডি মার্কেটে চা চক্রে যোগ দিয়ে তিনি পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ ইস্যুতে মুখ খোলেন।

'পাহাড়ে বিমলের জনপ্রিয়তা নেই, রয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই', কটাক্ষ সায়ন্তনের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 1:09 PM

কলকাতা: বিমল গুরঙের (Bimal Gurung) পাহাড়ে আরও কোনও জনাধার নেই। তাই বিমল-বিনয় বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই। তামাংয়ের গুরুং-মোর্চা যোগ প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপি নেতা সাংয়ন্ত বসু (Sayantan Basu)।

সল্টলেকের বিডি মার্কেটে চা চক্রে যোগ দিয়ে তিনি পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ ইস্যুতে মুখ খোলেন। তিনি বলেন, “বিমল গুরুংয়ের পাহাড়ে আর কোনও জনপ্রিয়তা নেই। সাম্প্রতিকালের নির্বাচনে ওখানে ভারতীয় জনতা পার্টি তিনটের মধ্যে দুটো আসনে জিতেছে। সাংসদও আমাদের আছে। সব থেকে বড় কথা ওঁ আলাদা রাজ্যের যে দাবি করছেন, সেই সঙ্গে ওঁ তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। আমরা একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই ,পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন দরকার কিন্তু তার মানে আলাদা রাজ্য নয়।”

তাঁর আরও বক্তব্য, “আসলে সমস্যা হচ্ছে জিটিএ যে চুক্তি ছিল সেই চুক্তি রাজ্য সরকার কার্যকর করে নি।সামগ্রিকভাবে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ব্যর্থ। বিমল গুরুংয়ের এখন আর কোনও সেভাবে পাহাড়ে অস্তিত্ব নেই। কাজেই আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না।”

প্রসঙ্গত, বুধবার রাতে জিটিআই গেস্ট হাউজ়ে বিমল গুরংয়ের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং। বৈঠক শেষে বিমন তামাং বলেন, “পাহাড়ের মানুষের ভবিষ্যত নিয়েই দুজনের কথা হয়েছে। গোর্খাদের নিয়ে কথা হয়েছে। আমাদের মধ্যে কিছু মত আলাদ ছিল। তবে গোর্খাদের সমস্যা নিয়ে একসঙ্গেই কাজ করার ইচ্ছা রয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তামাং অনীত থাপার সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মোর্চাকে শক্তিশালী করতে চাইছেন। ২০১৭ সালের জুন মাসের পর ফের বুধবার মুখোমুখি হন তাঁরা। চার বছর পর একসঙ্গে বৈঠকের পরই রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বুঝতে পারছিলেন, তামাংয়ের ঘরে ফেরা এখন সময়ের অপেক্ষা। বিরোধীরা অবশ্য বলছেন, বিমলের বশ্যতা স্বীকার করে পাহাড়ে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছেন বিনয় তামাং। আরও পড়ুন: আজই কি গুরুং-মোর্চায় তামাং যোগ? পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ