আগেই না বলেছিলেন বৈশাখী, ৩টের রোড শোতে এখনও আলিপুরে দেখা মিলল না শোভনের
স্তর জলঘোলার পর ঠিক হয় বেলা তিনটেয় আলিপুর থেকে মিছিল শুরু হবে শোভনের। সেই মোতাবেক চিড়িয়াখানা চত্বরে এখন পুলিসের কড়া নজরদারি। ড্রোনে নজর রাখছে পুলিস।
কলকাতা: প্রথমে রুট নিয়ে সমস্যা, পরে অতিরিক্ত গাড়ি ও বাইকের কারণে যানজটের সম্ভাবনা দেখিয়ে মেলেনি অনুমতি। অনেক আলোচনায় পুলিস প্রশাসনের তরফে নির্ধারিত করে দেওয়া হয় রুট। বিস্তর জলঘোলার পর ঠিক হয় বেলা তিনটেয় আলিপুর থেকে মিছিল শুরু হবে শোভনের (Sovan Chatterjee)। সেই মোতাবেক চিড়িয়াখানা চত্বরে এখন পুলিসের কড়া নজরদারি। ড্রোনে নজর রাখছে পুলিস।
মিছিল হবে হেঁটে, থাকবে না বাইক, গাড়ি। তবে এখনও পর্যন্ত মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়রা থাকলেও যাঁকে নিয়ে এত আয়োজন, সেই শোভন চট্টোপাধ্যায়ের আলিপুর চত্বরে দেখা মেলেনি। এদিকে, মিছিলের রুট নিয়েই এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিজেপি নেতৃত্ব। পুলিস তিনটি রুটের প্রস্তাব দিয়েছিল। তার মধ্যে বিজেপি নেতৃত্ব ঠিক করেন, তাঁরা মিছিল আলিপুর থেকে বার করে হেস্টিংস, ক্যাথিড্রাল রোড হয়ে ধর্মতলা ঘুরে সেন্ট্রাল অ্যাভিনিউ পৌঁছবেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়। উর্ধ্বতন নেতৃত্বই এই ব্যাপারে চরম সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: পুলিসের আপত্তি সত্ত্বেও ‘কানন শো’ করবে বিজেপি, হয়তো থাকছেন না বৈশাখী
এখনও আলিপুরে পৌঁছননি শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় রবিবারই জানিয়ে দেন, তিনি মিছিলে থাকছেন না। তাঁর দাবি, দল তাঁকে ইঙ্গিতে জানিয়েছে শোভন একাই রোড শো করবেন। ৩ মাস পর শোভন রাস্তায় নামছেন, সেখানে তাঁরও থাকার কথা ছিল, কেন তিনি থাকছেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে বিজেপি অন্দরেই জল্পনা হয়, বৈশাখী না থাকলে কি শোভন একা রোড শো করবেন? অন্তত শোভন-বৈশাখী জুটির ইতিহাস সেকথা বলছে বলেই মত রাজনৈতিক মহলের।