তুষার মেহেতাকে ‘বিজেপির সিক্রেট জেনারেল’ অ্যাখ্যা, আজ তৃণমূলের রাইসিনা অভিযান

TMC's Raisina Hills Abhijan: সলিসেটর জেনারেল তুষার মেহেতার বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে চাপ বাড়াচ্ছে তৃণমূল।

তুষার মেহেতাকে 'বিজেপির সিক্রেট জেনারেল' অ্যাখ্যা, আজ তৃণমূলের রাইসিনা অভিযান
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 12:30 PM

কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) -তুষার মেহেতা (Tushar Meheta) সাক্ষাৎ বিতর্ক এখন তুঙ্গে। চাপ বাড়াতে এবার দিল্লিতে দরবার শাসকদলের। আজ রাইসিনায় যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

সলিসেটর জেনারেল তুষার মেহেতার বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে চাপ বাড়াচ্ছে তৃণমূল। তুষার মেহেতার অপসারণের দাবি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবারও করছেন তৃণমূল নেতৃত্ব। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতি ভবনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে থাকবেন মহুয়া মৈত্র, সুখেন্দুশেখর রায়। একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধেও নালিশ জানাতে চলেছেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেও সলিসেটর জেনারেল তুষার মেহেতার অপসারণের দাবি করেছেন তৃণমূল। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে ইস্যু করে সর্বভারতীয় স্তরে নিয়ে গিয়েছেন। তুষারের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি। যদিও সলিসেটর জেনারেল তুষার মেহেতার তরফে জানানো হয়েছে, শুভেন্দু তাঁর বাড়িতে এলেও সাক্ষাৎ হয়নি। একই দাবি করেছেন শুভেন্দুও।

তবে জোড়া দাবির পরও বিষয়টি ছেড়ে দিতে নারাজ রাজ্যের শাসকদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ টুইট, “সলিসেটর জেনারেল নন, আপনি বিজেপির সিক্রেট জেনারেল।” রাষ্ট্রপতির কাছে দরবারের আগে ক্ষোভ উগরে দিলেন অভিষেক।

অভিষেকের বক্তব্য, ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরও বিতর্কিত ২০ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেননি তুষার মেহেতা।

আরও পড়ুন: বিধি নিষিধের বেড়াজাল ‘ডোন্ট কেয়ার’! অনড় বিজেপির লক্ষ্য আজ লালবাড়ি

তৃণমূলের প্রশ্ন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কীভাবে বৈঠক করতে পারেন ভারতের সলিসেটর জেনারেল? রাজ্যপাল রাজভবনকে বিজেপির কার্যালয় বানিয়েছেন বলেও তোপ দেগেছে তৃণমূল। এবার সরাসরি রাষ্ট্রপতির কাছেই এই ইস্যুতে দরবার তাদের।