প্রোমোটিং-এর জন্য বাড়ি দিতে নারাজ, হরিদেবপুরে আক্রান্ত অধ্যাপিকা
নিগৃহীত অধ্যাপিকা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের বয়ান অনুযায়ী, বুধবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই কুকুরদের খাওয়ার দিচ্ছিলেন তিনি।
TV9 বাংলা ডিজিটাল: বাড়ি প্রোমোটারকে দিতে নারাজ। বাড়ির সামনেই নিগৃহীত প্রাক্তন পুুলিস কর্তার মেয়ে। তিনি নিজে একজন অধ্যাপিকা (Attacked on Professor) । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরের (Haridebpur) যদুনাথ উকিলরোড এলাকায়।
নিগৃহীত অধ্যাপিকা শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের বয়ান অনুযায়ী, বুধবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই কুকুরদের খাওয়ার দিচ্ছিলেন তিনি। অভিযোগ, সেইসময় এক ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা এক মহিলা অতর্কিতে হামলা চালায়। এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকায় তাঁদের মুখ আবছা দেখতে পান তিনি। বুঝতে পারেন, অভিযুক্তরা তাঁর প্রতিবেশী।
শ্রাবন্তীর অভিযোগ, প্রোমোটিং-এর জন্য তাঁদের বাড়ির ওপর নজর রয়েছে এলাকার বেশ কয়েকজনের। তাই নিয়ে এর আগেও তাঁদের ওপর চাপ তৈরি করা হয়েছিল। বাড়ি না ছাড়ায় শ্রাবন্তী আগেও আক্রান্ত হয়েছেন বলে দাবি। এরপর প্রশাসনের দ্বারস্থ হন তিনি। থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। মামলা তুলে নেওয়ার জন্য ফের তৈরি হয় চাপ। এরপর বুধবার সন্ধ্যার হামলা।
আরও পড়ুন: মমতার সভার আগেই রবিবার কলকাতায় শুভেন্দুর সাংবাদিক বৈঠক: সূত্র
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্রাবন্তী পুরনো মামলা না তোলাতেই এই হামলা। ঘটনায় মনা মোদক নামে আপাতত এক জনকে গ্রেফতার করেছে পুলিস। আর কে জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।