Weather Update: শনিবার থেকেই শুরু, রবিতে আরও জটিল হওয়ার সম্ভাবনা! আগামী ক’দিনের জন্য সতর্কবার্তা আবহাওয়াবিদদের
Weather Update: আবহাওয়াবিদরা বলছেন, এ বছর বর্ষার শুরু থেকেই ভালো বৃষ্টি হচ্ছে বাংলায়। জুন ও জুলাই মাস মিলিয়ে ৯২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অগস্টের পর থেকে কমতে শুরু করে বৃষ্টির পরিমাণ।
কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা (Weather Update)। শনিবার নাগাদ মধ্য বঙ্গোপসাগর লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে উদয় হতে পারে নতুন নিম্নচাপ (Depression)। আগামী দু’দিন কেমন থাকবে আবহাওয়া, জানালেন আবহাওয়াবিদরা (Kolkata Rain)।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস, রবিবার ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা বলছেন, এ বছর বর্ষার শুরু থেকেই ভালো বৃষ্টি হচ্ছে বাংলায়। জুন ও জুলাই মাস মিলিয়ে ৯২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অগস্টের পর থেকে কমতে শুরু করে বৃষ্টির পরিমাণ। গত ৪০ দিনে বৃষ্টি হয়েছে ৮৮ মিলিমিটার।
ক’দিন আগেই একটি নিম্নচাপ ওড়িশা হয়ে বাংলায় ঢুকেছিল। তাতেও অবশ্য খুব একটা বৃষ্টি হয়নি।এবার আরও একটা নিম্নচাপ উদয় হয়েছে। এই নিম্নচাপটিও ওড়িশা হয়ে মধ্য ভারতের দিকে ঢুকবে। বাংলার দিকে এগিয়ে এলে, বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলীয় এলাকাগুলিতেই মূলত ভারী বৃষ্টি হবে। রবিবার থেকে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার এই জেলাগুলির সঙ্গে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়ায়। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ভ্যাপসা গরমের হাত থেকে মিলতে পারে রেহাই।
দক্ষিণে কচ্ছ মারাঠাওয়াড়া এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। কিন্তু সে অর্থে বৃষ্টি হয়নি এই নিম্নচাপে।
ইতিমধ্যেই সমস্ত মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। যে সমস্ত মত্স্যজীবীরা গভীর সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের দ্রুত ফিরত আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রলার কাকদ্বীপ ডায়মন্ড হারবার নামখানা ফ্রেজারগঞ্জ এলাকায় ইতিমধ্যেই ফিরে এসেছে। তবে এখনও অনেক এমন ট্রলার আছে, যেগুলি ফেরত আসেনি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।
পাশাপাশি প্রবল বৃষ্টির সময়ে মাঠে যাতে কেউ কাজ না করেন, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছে প্রশাসন। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির সময়ে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। খোলা আকাশের নীচে কিংবা গাছ বা টিন-কাঁচা শেডের নীচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
আবহাওয়াবিদরা বলছেন, এই নিম্নচাপে বৃষ্টি হলে অগস্টে বৃষ্টির পরিমাণে যে ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণ হয়ে যাবে। তাহলে চলতি মাসে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিন্তু সেই পরিমাণ বৃষ্টি না হলে ঘাটতে থেকেই যাবে।
আরও পড়ুন: অনলাইনে ক্লাস চলছিল, ছেলের পরনে ইউনিফর্ম, তখনই মায়ের সঙ্গে সেই কাণ্ড! পর্ণশ্রী খুনে নয়া মোড়
আরও পড়ুন: কাছে যেতেই হঠ করে চোখ মেলে তাকাল ৩ দিনের ‘পচা লাশ’, মাঝ নদীতে ছ্যাঁৎ করে উঠল গ্রামবাসীদের বুক!