স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য কে? তিনজনের নামের তালিকা তৈরি
Kolkata: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দৌড়ে এদিন পর্যন্ত এগিয়ে রয়েছেন এসএসকেএমের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক সুভাষ বিশ্বাস।
কলকাতা: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসাবে নিয়মানুযায়ী তিনজনের নামের তালিকা তৈরি করে ফেলল সার্চ কমিটি। মঙ্গলবার বিকালে ১২ জন আবেদনকারীর মধ্যে তিনজনের নাম বেছে নেন সার্চ কমিটির সদস্যেরা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দৌড়ে এদিন পর্যন্ত এগিয়ে রয়েছেন এসএসকেএমের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক সুভাষ বিশ্বাস। দ্বিতীয় এবং তৃতীয় নাম হিসাবে পটনার একটি চিকিৎসা প্রতিষ্ঠানের কর্তা নীহার বিশ্বাস ও বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষা সুহৃতা পালের নাম রয়েছে বলে খবর।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যোগ্যতা এবং অভিজ্ঞতার মাপকাঠিতে নীহারবাবু অনেকখানি এগিয়ে থাকলেও তাঁর কর্মজীবনের আর দশ মাস মাত্র বাকি রয়েছে। সে দিক থেকে সরকারপক্ষের পছন্দের প্রার্থী হিসাবে দৌড়ে এগিয়ে এসএসকেএমের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক সুভাষ বিশ্বাস।
তবে এসএসকেএমের ইউরোলজি বিভাগের প্রধান দিলীপ পালের নামও তালিকায় থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সরকারি চিকিৎসকদের একাংশ। প্রথা অনুযায়ী সার্চ কমিটির প্যানেল নবান্ন হয়ে যাবে রাজভবনে। এরপর নামের তালিকা থেকে একজনকে উপাচার্য মনোনীত করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে ‘চ্যাপ্টার ক্লোজড’ বাবুলের