BJP: মুখ খোলায় দলেরই রোষের মুখে অমৃতা রায়? বিজেপির ‘বড়’ নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
BJP: বঙ্গে ৪২ আসনের মধ্যে ১২ আসনে থামতে হয়েছে বিজেপিকে। তারপর থেকেই মুখ খুলতে দেখা গিয়েছে পদ্ম শিবিরের একের পর এক হেভিওয়েট প্রার্থীকে। একদিকে যেমন মুখ খুলেছেন দিলীপ, তেমনই ‘আত্মসমালোচনার’ সুর শোনা গিয়েছে লকেটের গলাতেও।
কলকাতা: ছিলেন চর্চায়। পাশে ছিলেন একেবারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝড় তুলেছিলেন ভোট প্রচারে। জয়ের ব্যাপারে ছিলেন আত্মবিশ্বাসী। কিন্তু, ভোটের রেজাল্ট বের হতেই দেখা যায় ৫৬ হাজারের বেশি ভোটে মহুয়া মৈত্রের কাছে হেরেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এবার রেজাল্ট বের হতে না হতেই করলেন বিস্ফোরক মন্তব্য। হারার পরে অমৃতা রায়ের ইঙ্গিত টাকার ‘নয়ছয়ের’ দিকে। তাঁর স্পষ্ট দাবি, যে টাকা এসেছে তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন তিনি। অভিযোগ, এ কথা তিনি দলকে জানিয়েছেন যখন জানিয়েছেন তখন দলেরই এক মহিলা কর্মী নাকি তাঁকে শাসিয়েছেন। ওই মহিলা কর্মী দলের উঁচুতলার নেতাদের বেশ ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন অমৃতা।
এ প্রসঙ্গে বলতে গিয়ে অমৃতা দেবী বলেন, “ওই মহিলা কোন পদে আছে আমি জানি না সে আমাকে বলল টাকার বিষয়টা আপনি যখন প্রমাণ দিয়ে বলতে পারছেন না তাহলে বলছেন কী করে? তখন আমি বলি আমি তো বলছি না, লোকে বলছে। এই মহিলা আবার বিজেপির নেতৃত্বের খুবই ঘনিষ্ঠ। উনি যখন এ কথা বলছেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি এটা যদি না হয়ে থাকে তাহলে সেটাও প্রমাণ হোক। আমি তো জানি না কত টাকা এসেছে, কত খরচ হয়েছে। আমি এগুলো থেকে অন্ধকারে আছি।”
এদিকে বিজেপি নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত সুস্পষ্ট বার্তা সামনে আসেনি। প্রসঙ্গত, বঙ্গে ৪২ আসনের মধ্যে ১২ আসনে থামতে হয়েছে বিজেপিকে। তারপর থেকেই মুখ খুলতে দেখা গিয়েছে পদ্ম শিবিরের একের পর এক হেভিওয়েট প্রার্থীকে। একদিকে যেমন মুখ খুলেছেন দিলীপ, তেমনই ‘আত্মসমালোচনার’ সুর শোনা গিয়েছে লকেটের গলাতেও। এবার নবতম সংযোজন অমৃতা রায়। তাঁর মন্তব্য নিয়েই এখন কৃষ্ণনগরের রাজনৈতিক মহলে জোর শোরগোল।