Coal Scam: কয়লা-কাণ্ডে ইডির দফতরে হাজিরা এড়ালেন আইনমন্ত্রী, এবার কি তবে দ্বিতীয় সমন?
Coal Scam: বাংলা নির্বাচনের ঠিক আগে এ রাজ্যে সামনে আসে নতুন কেলেঙ্কারি। অবৈধভাবে কয়লা পাচার করে উঠত কোটি কোটি টাকা।
কলকাতা: কয়লাকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রীকে (Minister Moloy Ghatak) দিল্লিতে তলব করেছে ইডি (ED)। মঙ্গলবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল আইনমন্ত্রী মলয় ঘটকের। কিন্তু সূত্রের খবর, এদিনের হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। কেন এদিন তিনি তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন না তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, এদিনই রাজ্যের কোনও জরুরি বৈঠকে থাকার কথা তাঁর। সে কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা এড়িয়ে গিয়েছেন মলয় ঘটক।
গত বছর পুজোর সময় থেকেই এ রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে কয়লা কেলেঙ্কারি (Coal Scam) নিয়ে। বর্ধমানের দুর্গাপুর-আসানসোল, অন্যদিকে পুরুলিয়ার মতো কোলিয়ারি এলাকায় কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে একাধিকবার জেরা করেছে সিবিআই। একই সঙ্গে এই কেলেঙ্কারির তদন্ত করছে ইডিও।
ইডি সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর থেকেও কয়লা পাচারের অভিযোগ রয়েছে। বেআইনিভাবে কয়লা উত্তোলনের নজিরও রয়েছে এই এলাকায়। পাচারকারীদের সঙ্গে এলাকার প্রভাবশালীদের যোগেরও একটা সূত্র তদন্তকারীরা পেয়েছেন। এরই মধ্যে চলতি মাসের প্রথমেই মলয় ঘটককে সমন পাঠানো হয় দিল্লি থেকে। জামনগর হাউজে ইডির দফতরে ডেকে পাঠানো হয় রাজ্যের আইনমন্ত্রীকে।
প্রসঙ্গত, এই দফতরেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। টানা ১১ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। এই জিজ্ঞাসাবাদ পর্বের ৪৮ ঘণ্টা যেতে না যেতে ফের ডেকে পাঠানো হয় অভিষেককে। দ্বিতীয় সমন অনুযায়ী, কয়লাকাণ্ডের তদন্তে গত শনিবারই ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদের। কিন্তু তিনি আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, এদিন তিনি উপস্থিত থাকতে পারবেন না। ইডি সূত্রে খবর, পুনরায় ২১ সেপ্টেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে আইনমন্ত্রীকেও তলব করা হল দিল্লিতে।
কয়লা পাচারকাণ্ডে ইডি ও সিবিআই উভয়ই তদন্ত চালাচ্ছে জোর কদমে। একুশের বিধানসভা ভোটের আগেই কয়লাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। এই মামলায় তিনজন আইপিএসকেও তলব করা হয়। গত ১ সেপ্টেম্বরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে ডাকা হয়। যদিও তিনি কোভিড সংক্রমণের কারণে এই হাজিরা এড়িয়ে যান।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠিতে রুজিরা লেখেন, তাঁর ঘরে দু’টি ছোট বাচ্চা রয়েছে। করোনা সংক্রমণের মাঝে এ ভাবে দিল্লি যাওয়া তাঁকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। সেই কারণে রুজিরার আবেদন, তাঁকে যেন তাঁর কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলা নির্বাচনের ঠিক আগে এ রাজ্যে সামনে আসে নতুন কেলেঙ্কারি। অবৈধভাবে কয়লা পাচার করে উঠত কোটি কোটি টাকা। আর সেই টাকা প্রভাবশালীদের অ্যাকাউন্টে যেত বলেও অভিযোগ ওঠে। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে একের পর এক নাম। আইএএস, আইপিএসদের মদত ছিল বলে জানতে পারেন গোয়েন্দারা। সঙ্গে উঠে আসে একাধিক প্রভাবশালীর নামও।
আরও পড়ুন: TET উত্তীর্ণদের জন্য সুখবর! নিয়োগ নিয়ে বড় ঘোষণা পর্ষদের, জারি হল বিজ্ঞপ্তি