AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: ‘লাস্ট ট্রেন ৭টায়’! নেট দুনিয়ায় ঘুরছে যাত্রীদের একাধিক প্রশ্ন, বিভ্রান্তি কাটাতে রেলের ব্যাখ্যা

Local Train: যাত্রীদের মনে ধোঁয়াশা, প্রান্তিক স্টেশনগুলির ক্ষেত্রে কী হবে নিয়ম? সেটাও তো স্পষ্ট নয় নির্দেশিকায়।

Local Train: 'লাস্ট ট্রেন ৭টায়'! নেট দুনিয়ায় ঘুরছে যাত্রীদের একাধিক প্রশ্ন, বিভ্রান্তি কাটাতে রেলের ব্যাখ্যা
লাস্ট ট্রেন ৭টায়! ব্যাখ্যা দিল রেল
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 10:52 AM
Share

কলকাতা: ৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। যাত্রীদের অধিকাংশের বক্তব্য রেলের তরফে স্পষ্ট করে বিষয়টি বলে দেওয়া হয়নি। তাতেই ছড়াচ্ছে বিভ্রান্তি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে, এর অর্থটা কী? যাত্রীদের মনে ধোঁয়াশা, প্রান্তিক স্টেশনগুলির ক্ষেত্রে কী হবে নিয়ম? সেটাও তো স্পষ্ট নয় নির্দেশিকায়। সোশ্যাল মিডিয়াতেও এই মিয়ে তৈরি হয়েছে একাধিক ট্রোল, নেট দুনিয়ায় ঘোরাফেরা করছে একাধিক প্রশ্ন।

রেলের তরফে স্পষ্ট করা হয়েছে বিষয়টি।

প্রথম ব্যাখ্যা: শিয়ালদা-হাওড়া থেকে সন্ধ্যা ৭ টায় শেষ ট্রেন ছাড়বে। অর্থাৎ ধরুন আপনি রানাঘাট যাবেন। সাতটার আগে আপনার রানাঘাট লোকাল রয়েছে ৬.৫৫ মিনিটে। অর্থাৎ আপনার ক্ষেত্রে লাস্ট ট্রেন ৬.৫৫ মিনিটই হবে। আবার ধরুন আপনি বারাকপুরে যাবেন। সেটি শিয়ালদা থেকে ছাড়ার সময় সাতটার আগে ৬.২০ মিনিটে। অর্থাৎ আপনার ক্ষেত্রে লাস্ট ট্রেন ৬.২০ মিনিট হবে।

দ্বিতীয় ব্যাখ্যা: প্রান্তিক স্টেশনগুলি থেকে ট্রেন ছাড়ার ক্ষেত্রেও একই নিয়ম। অর্থাৎ আপনি কল্যাণী থেকে ডাউনে আসবেন। সন্ধ্যা ৭টার আগে আপনার শিয়ালগামী ট্রেন রয়েছে ৬.৫০ মিনিটে। আপনার ক্ষেত্রে ডাউন লাস্ট ট্রেন হবে ৬.৫০ মিনিটই।

তৃতীয় ব্যাখ্যা: সন্ধ্যা সাতটার পর শিয়ালদা-হাওড়া থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না। প্রান্তিক স্টেশনগুলির ক্ষেত্রেও একই নিয়ম।

চতুর্থ ব্যাখ্যা: সাতটার পর ছাড়বে স্টাফ স্পেশ্যাল ট্রেন। এই ট্রেনগুলিতে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না।

পঞ্চম ব্যাখ্যা: স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলিতে উঠতে পারবেন কেবল সরকারি কর্মচারী, রেল কর্মীরাই। তাছাড়াও সরকার অনুমোদিত জরুরি ভিত্তিতে যাঁরা কাজ করেন তাঁরা এই ট্রেনে উঠতে পারবেন।

ষষ্ঠ ব্যাখ্যা: স্টাফ স্পেশ্যাল ট্রেনে বৈধ যাত্রী ছাড়া যাঁরা উঠবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রেল। আইনানুগ পদক্ষেপ করা হবে। করা হবে মোটা টাকার জরিমানা।

রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, ৫০ শতাংশ কর্মী নিয়ে আপাতত কর্ম প্রতিষ্ঠানগুলি চালাতে। অর্থাৎ আপনি জেনে নিন আপনার বাড়ি ফেরার শেষ ট্রেনটি সাতটার আগে ক’টায় আছে? ট্রেনের সময় জানিয়ে দিন আপনার কাজের জায়গায়। সেই বুঝেই রওনা দিন।

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে। যা বেশিরভাগেরই মজার। যেমন কেউ ফেসবুকে লিখেছেন, “৭টা বাজলেই লোকো পাইলট মাঝ রাস্তায় ট্রেন দাঁড় করিয়ে ট্রেন থেকে নেমে পালাবে?” সেক্ষেত্রে রেলের এই ব্যাখ্যায় তার প্রশ্নের উত্তর নিশ্চয়ই মিলেছে। তবে অনেক ক্ষেত্রেও প্রশ্ন উঠেছে, সকলের কাজের জায়গায় ৭ মধ্যেই ছুটি হয় না। তাঁরা কী করবেন? সেই বিষয়টি স্পষ্ট নয়। সেক্ষেত্রে হয়তো তাঁকেই পরিস্থিতি কথা বুঝিয়ে বলতে হবে।

প্রশ্ন উঠছে, আরও একটি বিষয় নিয়ে। রেলের তরফে বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। তবে গত লকডাউনেও এই নিয়মটি কার্যকর করেছিল রেল। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ ৫০ শতাংশ যাত্রী নির্ধারণ কি আদৌ সম্ভব? রেলের তরফে বলা হয়েছে. সরকারি নির্দেশিকা রয়েছে। তাতে ৫০ শতাংশ নিয়ে ট্রেন চালানোর কথা বলা হয়েছে। রেলের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাত্রীদের বোঝানোর। বিভিন্ন স্টেশনে মাইকিং করা হবে। যাত্রীদের ট্রেনে ওঠার ক্ষেত্রে সেভাবে বিধিনিষেধ তো আরোপ করা যায় না।

আরও পড়ুন: বছরের শুরুতেই শীত নয়, বৃষ্টি হবে আপনার সঙ্গী! জোড়া ঝঞ্ঝা ফলায় বিপদ দেখছে বাংলা