Left Front: বাম-কংগ্রেস-আইএসএফ জোট এখনও বিশ বাঁও জলে, আর কী হবে ‘সংযুক্ত মোর্চা’?

Left Front Meeting: কংগ্রেস, আইএসএফ ও বামফ্রন্টের মধ্যে জোটে জট এখনও রয়েই গিয়েছে, অন্তত মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক থেকে সেই ইঙ্গিতই মিলল। কংগ্রেসের জন্য আর অপেক্ষা করতে রাজি নয় বাম শরিকদলগুলি। প্রধান শরিক দল সিপিএমকে সেই বার্তাই দিয়ে রেখেছে অন্য শরিকরা। তারা চাইছে কংগ্রেসের সঙ্গে যা কিছু আলোচনা, তা আজকের মধ্যেই শেষ হোক। এরপর যদি আরও অপেক্ষা করতে হয়, তাহলে আখেরে বামফ্রন্টেরই ক্ষতি বলে মনে করছে তারা।

Left Front: বাম-কংগ্রেস-আইএসএফ জোট এখনও বিশ বাঁও জলে, আর কী হবে 'সংযুক্ত মোর্চা'?
অধীর চৌধুরী, মহম্মদ সেলিম ও নওশাদ সিদ্দিকী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 4:53 PM

কলকাতা: শিয়রে লোকসভা ভোট। তার আগে মঙ্গলবার বৈঠকে বসেছিল রাজ্য বামফ্রন্ট। কানাঘুষো শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু লোকসভা ভোটে আরও একটা সংযুক্ত মোর্চা দেখার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কংগ্রেস, আইএসএফ ও বামফ্রন্টের মধ্যে জোটে জট এখনও রয়েই গিয়েছে, অন্তত মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক থেকে সেই ইঙ্গিতই মিলল। কংগ্রেসের জন্য আর অপেক্ষা করতে রাজি নয় বাম শরিকদলগুলি। প্রধান শরিক দল সিপিএমকে সেই বার্তাই দিয়ে রেখেছে অন্য শরিকরা। তারা চাইছে কংগ্রেসের সঙ্গে যা কিছু আলোচনা, তা আজকের মধ্যেই শেষ হোক। এরপর যদি আরও অপেক্ষা করতে হয়, তাহলে আখেরে বামফ্রন্টেরই ক্ষতি বলে মনে করছে তারা।

এর পাশাপাশি হঠাৎ গজিয়ে ওঠা আইএসএফের আসন সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত দাবি-দাওয়া মানা সম্ভব নয় বলেই বৈঠকে সিপিএমকে জানিয়ে দিয়েছে বাম শরিক দলগুলি। সিপিএম সূত্রে খবর, বাংলায় ৪২টির মধ্যে মোট ১৪টি আসন চেয়েছে আইএসএফ। সেই তালিকায় ডায়মন্ড হারবার ছাড়াও রয়েছে শ্রীরামপুর, উলুবেড়িয়া, তমলুক, ঘাটাল, যাদবপুর, মথুরাপুর, বসিরহাট, বারাসত, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, বালুরঘাট ও বিষ্ণুপুর। কিন্তু আইএসএফ-এর এই আবদার মানা সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে বাম শরিকরা। তাদের বক্তব্য, যদি আইএসএফ কম আসন চাইত, তাহলেও ভাবা যেত, কিন্তু এত বেশি আসন ছাড়া সম্ভব নয়।

সিপিএমের অপর শরিক দলগুলির আপত্তি থাকার কারণও রয়েছে। যেমন ৪২টি আসনের মধ্যে সাধারণভাবে সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লককে পায় তিনটি করে আসন। বাকি ৩৩টি আসন থাকে সিপিএমের হাতে। এদিন বামফ্রন্টের বৈঠক শেষে সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় যেমন কোনও রাখঢাক না রেখেই বলে ফেললেন, ‘আমরা পাই তিনটি আসন। শেয়ার যদি করতে হয়, যারা বড় শেয়ার ভোগ করছে, তারাই শেয়ার করবে। আমরা তিনটি আসন থেকে আর কী শেয়ার করব!’