Loksabha Election 2024: আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে সরিয়ে ফেলতে হবে হোর্ডিং, ব্যানার
Kolkata: সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। চলতি সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা এখানে প্রশাসনিক বৈঠক করবে। ভোটের প্রস্তুতি নিয়ে কতটা তৈরি প্রশাসন তাও খতিয়ে দেখবে।
কলকাতা: আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুর এলাকা থেকে পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে। এই কাজে সাহায্য করবে কলকাতা পুরনিগম। কলকাতা-সহ দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানাল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস।
সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। চলতি সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা এখানে প্রশাসনিক বৈঠক করবে। ভোটের প্রস্তুতি নিয়ে কতটা তৈরি প্রশাসন তাও খতিয়ে দেখবে। ১ মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনীও ঢুকে পড়ছে রাজ্যে। ১০০ কোম্পানি বাহিনী আসছে সেদিন। ভোট ঘোষণা হলেই সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে যাবে। আর এই বিধি বলবৎ মানে বিভিন্ন জায়গা থেকে সরকারি সমস্তরকম পোস্টার, ব্যানার, প্রচারমূলক হোর্ডিং খুলে ফেলতে হবে।
বুধবার ওই তিন জেলার আধিকারিকদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক হয়। সেখানেই বলা হয়, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে শহরজুড়ে লাগানো এমন সব পোস্টার খুলে ফেলতে হবে। কমিশন সূত্রে খবর, অন্য জেলার ক্ষেত্রেও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলকাতার ক্ষেত্রে পুরনিগম ওই কাজ করে থাকে। তাই আলাদা করে তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেওয়া হল।