Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maheshtala: শেষ ফোন হবু শাশুড়িকে, ধড় থেকে আলাদা হল মুণ্ড, বিয়ের দু’দিন আগে মহেশতলার যুবকের শিউরে ওঠার মতো পরিণতি

Maheshtala: রবিবার রাতে বজবজ শিয়ালদা শাখার নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা রেল ব্রিজের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ।

Maheshtala: শেষ ফোন হবু শাশুড়িকে, ধড় থেকে আলাদা হল মুণ্ড, বিয়ের দু'দিন আগে মহেশতলার যুবকের শিউরে ওঠার মতো পরিণতি
মহেশতলায় আত্মঘাতী যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 1:20 PM

কলকাতা: বাড়িতে সমস্ত আয়োজন সারা। আত্মীয়রাও আসতে শুরু করে দিয়েছেন বাড়িতে। বাড়িতে মণ্ডপও প্রস্তুত। কিন্তু বিয়ের একদিন আগে থেকে অফিস ছুটি করার কথা ছিল তাঁর। আগের দিন সন্ধ্যাতেও কাজে যাবে বলে বেরিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে ফেরেননি। মধ্যরাতে বাড়িতে এল মর্মান্তিক খবর। বিয়ের ঠিক দু’দিন আগেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মহেশতলায়। মৃত যুবকের নাম দিব্যজ্যোতি চক্রবর্তী। বয়স আনুমানিক ৩১ বছর। মৃত যুবকের বাড়ি রবীন্দ্রনগর পুরাতন ফাঁড়ির কাছে।

রবিবার রাতে বজবজ শিয়ালদা শাখার নুঙ্গি ও আকড়া স্টেশনের মাঝে বাটা রেল ব্রিজের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবকের ধড় থেকে মুণ্ড আলাদা হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরাও। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ই জানুয়ারি তাঁর বিয়ে। এলাকারই এক মেয়ের সঙ্গে পরিবারের সদস্যরা তাঁর বিয়ে ঠিক করেছিলেন। বিয়ের ঠিক দুদিন আগে কেন এমনটা ঘটালেন বিশ্বজিত, তা বুঝেও উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিয়ে নিয়ে অখুশি ছিলেন না বিশ্বজিত। আপত্তিও জানাননি কখনও। সেক্ষেত্রে বিশ্বজিতের অন্য কোনও সম্পর্কের কথা পরিবারের সদস্যরা জানেন না বলেই দাবি করছেন। তবে উল্লেখ্যযোগ্য বিষয় হল, যুবকের কললিস্ট দেখে পরিবারের সদস্যরা দাবি করছেন, আত্মঘাতী হওয়ার ঠিক আগে ওই যুবক তাঁর হবু শাশুড়িকে একবার ফোন করেছিলেন। আর কিছুই বলতে চাইছেন না পরিবারের সদস্যরা। পরিবারের তরফে থানায় কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছে।