West Bengal By-Election Results 2021: ‘ষড়যন্ত্রকে হারিয়ে উন্নয়নের জয়’, বললেন মমতা, বিজেপিকে দিপাবলীর ‘শুভেচ্ছা’ অভিষেকের

Mamata Banerjee: চার কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। চার কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। দিনহাটা ও গোসাবায় জয়ের ব্যবধান দেড় লক্ষের বেশি।

West Bengal By-Election Results 2021: 'ষড়যন্ত্রকে হারিয়ে উন্নয়নের জয়', বললেন মমতা, বিজেপিকে দিপাবলীর 'শুভেচ্ছা' অভিষেকের
পুরসভার কাজ নিয়ে অসন্তুষ্ট মমতা (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 3:02 PM

কলকাতা : চার কেন্দ্রেই জয়ী তৃণমূল (TMC)। সকাল থেকেই জয়ের আভাস পাওয়া গিয়েছিল। বেলা বাড়তেই একে একে সামনে আসে চার কেন্দ্রের ফলাফল। দিনহাটা, গোসাবা, শান্তিপুর ও খড়হহে তৃণমূলের জয়জয়কার। আর এই ফলাফলকে মানুষের জয় বলেই আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জয়ী প্রার্থীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, আসলে বাংলার মানুষ ষড়ষন্ত্র আর ঘৃণার রাজনীতি নয়, উন্নয়নকেই ভরসা করে।

এ দিন ফল প্রকাশের পর মমতা টুইটে অভিনন্দন জানান চার প্রার্থীকে। তিনি লিখেছেন, এটা মানুষের জয়। এই জয় বুঝিয়ে দিচ্ছে কী ভাবে বাংলার মানুষ ষড়যন্ত্র আর ঘৃণার রাজনীতিকে উপেক্ষা করে উন্নয়ন আর ঐক্যকেই বেছে নিয়েছেন। বাংলাকে উন্নয়নের নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন মমতা।

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কটাক্ষ করে টুইটে বিজেপিকে দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সত্যিকারের বাজি-হীন দিপাবলী।’ একই সঙ্গে সংবাদমাধ্যমের মাধ্যমে কর্মীদের বিজয় মিছিল না করার বার্তা দিয়েছেন তিনি। কর্মীদের উদ্দেশে তিনি জানিয়েছেন, যাতে সব এলাকায় শান্তি বজায় থাকে। বিজয় মিছিল যাতে না করা হয়, বা কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেই বার্তাই দিয়েছেন তিনি।

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, বিজেপির দিন শেষ। তিনি বলেন, ‘বিজেপির যাওয়ার সময় হয়েছে। সে কথাই মানুষ জানান দিচ্ছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাতেই মানুষ আস্থা রাখছেন বলে মনে করেন পার্থ চট্টোপাধ্যায়। একদিকে তৃণমূল যখন সর্বভারতীয় স্তরে দলের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চাইছে, তখন এই জয় আরও বেই উৎসাহ জোগাবে বলে মনে করছেন তিনি। তিনি উল্লেখ করেন, অভিষেক সব জায়গা যাচ্ছে। সংগঠন তৈরি করছে। এই জয় আরও বেশি করে উৎসাহ দিচ্ছে।

গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়। মঙ্গলবার এই চার কেন্দ্রের ফলাফল ঘোষণা হল। এর মধ্যে নিঃসন্দেহে পাখির চোখ ছিল খড়দহ। কারণ এখানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হন। যিনি ভবানীপুরে একুশের ভোটে জয়ী হলেও পরে ইস্তফা দেন। এ দিন জয়ী হয়েছেন তিনি। পাশাপাশি, একই রকম গুরুত্বপূর্ণ ছিল দিনহাটা ও শান্তিপুরের ফলাফলও। এই দুই আসনে একুশের ভোটে জয়ী হয় বিজেপি। তবে ভোটে লড়েছিলেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। পরে দল তাঁদের সাংসদ হিসাবেই রেখে দেয়। দুই আসনেই এ দিন জয়ী হয়েছে তৃণমূল। গোসাবাতেও দেড় লক্ষের বেশি ব্যবধানে জয়ী ঘাসফুলের প্রার্থী সুব্রত মন্ডল।

আরও পড়ুন : জয়ী শোভনদেব, ‘কাজল সিনহার সিমপ্যাথি কাজ করেছে’, বলছেন নন্দিতা