Mamata Banerjee: ‘ভাঁড়ার শূন্য’, তবু দুর্গাপুজোর অনুদান ৫০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার করলেন মমতা
Mamata Banerjee: মমতা বলেন, "আগের বার দিয়েছিলাম কত? আমার কাছে কিন্তু নেই, ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, আমি আশা করি। তাই এবার আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম।"
কলকাতা : দুর্গাপুজোর জন্য এইবছর আরও ‘কল্পতরু’ রাজ্য সরকার। ফি বছর রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিকে দুর্গাপুজোর জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের তরফে। গতবছর দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এই বছর সেই অনুদানের অঙ্ক আরও বাড়াল রাজ্য সরকার। সোমবার দুর্গাপুজো সংক্রান্ত প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই বছর ৬০ হাজার টাকা করে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে দুর্গাপুজোর জন্য। অর্থাৎ, গত বছরের তুলনায় দশ হাজার টাকা অনুদান বাড়ানো হয়েছে রাজ্যের ক্লাবগুলির জন্য। মমতা বলেন, “আগের বার দিয়েছিলাম কত? আমার কাছে কিন্তু নেই, ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করে দেবেন, আমি আশা করি। তাই এবার আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম। খুশি তো?”
প্রসঙ্গত, রাজ্যে মোট ৪০ হাজার ৯২ টি ক্লাব এই দুর্গাপুজোর অনুদানের আওতায় পড়ে। সেই অনুযায়ী ২৪০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হবে দুর্গাপুজোর জন্য। এর মধ্যে শুধু কলকাতাতেই পুজো হয় প্রায় ২৭০০ টি। আর গোটা রাজ্যে মহিলা পরিচালিত পুজো হয় ২ হাজার ১৪১ টি।
শুধু অনুদান বাড়ানোই নয়, এর পাশাপাশি দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে বিদ্যুতের বিলের ক্ষেত্রেও আরও ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য গতবছর ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল বিদ্যুতের বিলে। এবার তা বাড়িয়ে ৬০ শতাংশ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা প্রশ্ন করেন, “বিদ্যুতের বিল আগের বার কত নিয়েছিল? ৫০ শতাংশ? এবারের পুজো স্পেশাল। বিশ্বের গর্ব, বিশ্বসেরা মা দুর্গা, তাঁর পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ছাড়ের পরিমাণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার অনুরোধ করছি। দমকলে আপনাদের পয়সা লাগে না। উঠিয়ে দিয়েছি। ট্যাক্স লাগে না। বিজ্ঞাপনের ট্যাক্সও লাগে না।”
রাজ্যের কোষাগারের অবস্থা যে খারাপ সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের থেকে যে টাকা আসছে না সেই কথাও উঠে আসে মমতার কথায়। বললেন, “আমায় কেন্দ্র পয়সা দিচ্ছে না। ১০০ দিনের কাজে টাকাই নেই। সব সরকারি ফান্ড কমিয়ে দিয়েছি। পুজোটা ভাল করে করতে হবে। কম টাকাতেও ভাল পুজো হয়।”
পাশাপাশি এই বছর রাজ্যে চারদিন ধরে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন চলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিমা নিরঞ্জন। ৭ অক্টোবর জেলাগুলিতে হবে দুর্গাপুজোর কার্নিভাল এবং ৮ অক্টোবর কলকাতায় আয়োজিত হবে পুজোর কার্নিভাল।