Mamata Banerjee Sanhati Yatra: কালীঘাটে পুজো সেরে স্কুটিতে গুরুদুয়ার যাবেন মমতা, তারপর গির্জা-মসজিদে

Mamata Banerjee Sanhati Yatra: তৃণমূল সূত্রে খবর, আজ কালীঘাট থেকে বেলা তিনটে নাগাদ বেরবেন মুখ্যমন্ত্রী। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর হাজরা মোড়ে আসবেন তিনি। সেখানে মিছিলে যোগ দেব। এরপর হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

Mamata Banerjee Sanhati Yatra: কালীঘাটে পুজো সেরে স্কুটিতে গুরুদুয়ার যাবেন মমতা, তারপর গির্জা-মসজিদে
আজ সংহতি মিছিল মমতার Image Credit source: AITC
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 1:56 PM

কলকাতা: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। দুপুর ২ টোয় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মমতার এই মিছিল। উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। নেতৃত্ব দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো। সঙ্গে থাকবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? জানুন বিস্তারিত।

তৃণমূল সূত্রে খবর, আজ কালীঘাট থেকে বেলা তিনটে নাগাদ বেরবেন মুখ্যমন্ত্রী। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর হাজরা মোড়ে আসবেন তিনি। সেখানে মিছিলে যোগ দেবেন। এরপর হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। পথে হাজরা ল কলেজের সামনে থেকে স্কুটিতে চড়ে তিনি যাবেন গুরুদুয়ার। সেখানে চাদর চড়াবেন তিনি। এরপর পার্ক-সার্কাসের একটি গির্জায় ফুল দেবেন মমতা। তারপর লেডি ব্রেবোর্ন কলেজের পাশে একটি মসজিদে প্রার্থনা করবেন। এরপর সংহতি সভায় যোগদান করবেন।

এ দিনের, মমতার সংহতি যাত্রায় তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রথমে জল্পনা ছিল এ দিনের কর্মসূচিতে তিনি যোগ দেবেনি কি না। পরে জানা যায় ‘দিদি’-র সঙ্গে থাকবেন তিনি। প্রসঙ্গত, আজ অযোধ্যায় রাম-মন্দিরের উদ্বোধন হয়েছে। আর বাংলায় সম্প্রীতির বার্তা দিতে পথে নামবেন মমতা। দুপুর তিনটে থেকে নিজের কর্মসূচি শুরু করছেন তৃণমূলনেত্রী। এর আগে মমতা বলেছেন, তিনি রাম-মন্দিরের উদ্বোধন নিয়ে কিছুই বলবেন না। তিনি বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমি সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি। সেখানে থাকবেন সমস্ত ধর্মের মানুষ। তাঁদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে হবে আমাদের কর্মসূচি।”