Mamata Banerjee: ‘কলকাতাকে লন্ডনের থেকেও ভাল করে দিয়েছি’, শহরের খোলনলচে বদলানোর কথা শোনালেন মমতা
Mamata Banerjee: কীভাবে কলকাতার খোলনলচে বদলে ফেলা হয়েছে, তা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুই দিনের ধরনা প্রায় শেষ পর্যায়ে। দ্বিতীয় দিনের শুরু থেকে গানে গানে কেটেছে ধরনা মঞ্চ। শেষ লগ্নে ফের একবার মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখলেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ‘আমরা বলেছিলাম কলকাতাকে আমরা লন্ডন করব। তার থেকে ভাল করেছি। লন্ডনে একটা হাইভ পার্ক আছে। কয়েকটা হাঁস চড়ে বেরায়। কয়েকটা চিপসের দোকান আছে। আর কিছু নেই। আর আমাদের ইকো টুরিজম পার্ক গিয়ে দেখে আসুন, সেখানে কত সৃষ্টি আছে।’ রেড রোডে দ্বিতীয় দিনের ধরনায় এভাবেই তৃণমূল জমানায় কলকাতার সৌন্দর্যায়নের ব্যাখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে কলকাতার খোলনলচে বদলে ফেলা হয়েছে, তাও মনে করিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানালেন, তিনি যখন রাস্তা দিয়ে যান, তখন সবদিকে নজর রাখেন। রাস্তার কোন অংশ ভাঙা, কোন এলাকাকে নোংরা লাগছে, সেই সব দিকেই লক্ষ্য রেখেছেন তিনি। বললেন, ‘আজ কলকাতা এমনি এমনি এভাবে কলকাতা হয়নি। যাঁরা বাইরে থেকে আসেন, সবাই বলেন কলকাতাকে আর চেনা যায় না।’ কলকাতার শুধু ইকো টুরিজম পার্কই নয়, এর পাশাপাশি শহরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বাংলার রাজনৈতিক পালাবদল পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় আশ্বাস দিয়েছিলেন কলকাতাকে লন্ডনের মতো করে সাজিয়ে তোলার। তারপর থেকে বিগত বছরগুলিতে শহর ও শহরতলির সৌন্দর্যায়নের উপর বাড়তি নজর দেওয়া হয়েছে। গঙ্গা তীরবর্তী এলাকাগুলিকে ঢেলে সাজানো হয়েছে, লন্ডনের আদলে কলকাতাতেও ক্লক টাওয়ার বসেছে বেশ কিছু জায়গায়। তৈরি হয়েছে ইকো টুরিজম পার্ক। কিন্তু তারপরও অতীতে বার বার কলকাতাকে লন্ডন করা নিয়ে বিরোধীদের খোঁচা হজম করতে হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এবার ধরনা মঞ্চ থেকে দ্বিতীয় দিনের শেষ লগ্নে কলকাতার সৌন্দর্যায়নের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন তৃণমূল সরকারের আমলে কীভাবে তিনি শহরের ভোল পাল্টে দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন।