Mamata Banerjee: রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে মমতা, ঘুরিয়ে দেখালেন সৌরভ
IE: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন স্পেন বা আইই বিশ্ববিদ্যালয় সে দেশের উৎকর্ষ প্রতিষ্ঠান। আইই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের নাম বিশ্বজোড়া। এদিন স্টুডেন্ট এক্সচেঞ্জের সুযোগ থেকে দুই দেশের শিক্ষা, সংস্কৃতির আদান প্রদান-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।
কলকাতা: বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা থেকে রওনা দেন তিনি। আজ শনিবার তাঁর সফরের চতুর্থ দিন। এদিন স্পেনের মাদ্রিদে আইই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদব। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখেন স্টেডিয়াম, ট্রফি।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন স্পেন বা আইই বিশ্ববিদ্যালয় সে দেশের উৎকর্ষ প্রতিষ্ঠান। আইই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের নাম বিশ্বজোড়া। এদিন স্টুডেন্ট এক্সচেঞ্জের সুযোগ থেকে দুই দেশের শিক্ষা, সংস্কৃতির আদান প্রদান-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে চাকরি সংক্রান্ত প্রশিক্ষণের বিষয়েও কথা হয় দুই দেশের প্রতিনিধিদের।
এই বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিয়ে বাংলার পড়ুয়াদের শিক্ষাবিস্তারের বিষয়েও আলোচনা হয় এদিন। বাংলার পড়ুয়ারা চাইলে গবেষণাসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে যাতে সেই দেশের বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেতে পারেন, সেদিকও নজরে রেখে এদিনের আলোচনা হয়। আলোচনা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়েও। স্পেনে এআইকে কাজে লাগিয়ে ভাষা সংক্রান্ত বিভিন্ন কাজও চলছে। বাংলায় তা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।