Manik Bhattacharya: কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিধানসভার ক্যান্টিনে ৫০ টাকা ‘বাকি’ মানিকের

Manik Bhattacharya: বিধানসভা সূত্রে খবর, কিন্তু সেদিন মানিক বাবুর পকেটে নাকি ছিল দু'হাজার টাকার বড় নোট। তাই তিনি পঞ্চাশ টাকা দিতে পারেননি। বলেছিলেন, পরে দেবেন। কিন্তু আজও তা দেওয়া হয়নি।

Manik Bhattacharya: কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিধানসভার ক্যান্টিনে ৫০ টাকা 'বাকি' মানিকের
মানিক ভট্টাচার্য
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 7:27 PM

প্রদীপ্ত কান্তি ঘোষ

তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। আজ তাঁকে গ্রেফতারও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তিনিই কি না খাবারের ৫০ টাকা বাকি রেখেছেন। খেয়েছিলেন ঘুঘনি, পাউরুটি আর অমলেট। পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) গ্রেফতারির পর এখন সেই ৫০ টাকার অপেক্ষায় বিধানসভার ক্যান্টিনের এক কর্মী।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় মঙ্গলবার সকালে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তা নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। আর এদিকে এখনও বিধানসভার ক্যান্টিনে টাকা বাকি রয়েছে মানিকের। শেষবার বিধানসভায় এসে ক্যান্টিন থেকে ঘুঘনি, পাউরুটি, অমলেট আনিয়ে খেয়েছিলেন মানিক বাবু। কিন্তু সেই টাকা আজও বাকি। আর মানিক গ্রেফতারের পরে সেই টাকার জন্য আবদার করেছেন সংশ্লিষ্ট ক্যান্টিন কর্মী। সাধারণত, বিধানসভার উপ মুখ্য সচেতক তাপস রায়ের ঘরেই বেশির ভাগ সময় কাটান পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। আর সেখানে থাকা একজনের মারফত ক্যান্টিন থেকে খাবার আনান তিনি।

মানিক ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কিন্তু সেদিন মানিক বাবুর পকেটে নাকি ছিল দু’হাজার টাকার বড় নোট। তাই তিনি পঞ্চাশ টাকা দিতে পারেননি। বলেছিলেন, পরে দেবেন। কিন্তু আজও তা দেওয়া হয়নি। এমনকী সংশ্লিষ্ট ক্যান্টিন কর্মীকে পঞ্চাশ টাকা মিটিয়ে দেওয়ার পাশাপাশি পুজোর কিছু হাতখরচ দেবেন বলেও তিনি বলেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনা পরম্পরায় সেই হাতখরচ তো দূর অস্ত, বাকি থাকা পঞ্চাশ টাকাও এখনও দেওয়া হয়নি ক্যান্টিনে। ‘আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস’ বলা মানিক বাবু ‘লুকোচুরি’ এবং মামলা মোকদ্দমার পরে অবশেষে গ্রেফতার হয়েছেন। কিন্তু বিধানসভার ক্যান্টিনে তাঁর যে টাকা বাকি রয়েছে, তা ফেরত পাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন ক্যান্টিন কর্মী। ইডির হাতে মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর সেই টাকা কীভাবে পাবেন, কবেই বা পাবেন, তা নিয়ে একটু চিন্তা তো রয়েছেই ওই ক্যান্টিন কর্মীরা।