Minor Girl Harassment: মা বেরিয়ে যেতেই মেয়ের সঙ্গে ঘৃণ্য কাজ সৎ বাবার, বাগুইআটি থানায় অভিযোগ দায়ের
Woman Harassment: বুধবার নির্যাতিতার মা বাগুইআটি থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এ দিন গ্রেফতার হন অভিযুক্ত সৎ বাবা।
বাগুইআটি: বাড়িতে ছিল না মেয়েটির মা। সেই সুযোগই হাতছাড়া করেননি সৎ বাবা। তাঁর পৈশাচিক নির্যাতনের শিকার হতে হল চোদ্দ বছরের কিশোরীকে। গোটা ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।
বুধবার নির্যাতিতার মা বাগুইআটি থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এ দিন গ্রেফতার হন অভিযুক্ত সৎ বাবা। অভিযোগ, বিগত তিন মাস ওই ব্যক্তি তাঁর সৎ মেয়ের উপর অভব্য আচরণ করতেন। শুধু তাই নয় যৌন নির্যাতন চালানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
গতকাল মেয়েটির মা বাড়ির বাইরে ছিলেন। সেই সময় নির্যাতন পৌঁছয় চরম পর্যায়ে। তখনই মা বাড়ি ফিরতে গোটা বিষয়টি খুলে জানায় নাবালিকা। এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এর আগে একাধিকবার সাট্টা, জুয়ার অভিযোগে গ্রেফতারও করা হয় তাঁকে। তবে জামিন পেয়ে বাড়িতে ফিরে এলেও নিজের স্বভাব বদলাতে পারেননি বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁদের আরও বক্তব্য, দীর্ঘদিন ধরেই মেয়েটির সঙ্গে অভব্য আচরণ করছিলেন তাঁর বাবা। গতকাল সেই ঘটনা পৌঁছয় চরম পর্যায়ে।