BJP Worker Abhijit Sarkar: ভোট পরবর্তী হিংসায় প্রাণ যায় ভাইয়ের, এবার বিজেপি কর্মী অভিজিতের দাদার উপরেও হামলার অভিযোগ
BJP Worker Abhijit Sarkar: তবে এই ধরনের ঘটনা যে এই প্রথম ঘটছে এমনটা নয়। গত ফেব্রুয়ারি মাসে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিশ্বজিতের অভিযোগ ছিল, গত ২৫ ফেব্রুয়ারি জেলবন্দিদের পরিবারের লোকজনই তাঁদের বাড়িতে হামলা চালিয়েছিল।
কলকাতা: ভোট পরবর্তী হিংসায় ঝরেছিল রক্ত। গিয়েছে এক ছেলে। এবার বারবার হামলার মুখে আর এক ছেলেও। জলে ভিজছে মায়ের চোখ। ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে খুন হয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এবার ফের তাঁর দাদা বিশ্বজিৎ সরকারের উপর হামলার অভিযোগ। অভিযোগ, অভিজিৎ খুনে পলাতক দুই অভিযুক্ত রাতের অন্ধকারে হামলা চালায় বিশ্বজিৎকে। বেধড়ক মারধরও করে। গলা কাটার হুমকিও দেয়।
সূত্রের খবর, শনিবার রাতে বিশ্বজিতের বাড়ির কাছের ঘটে এ ঘটনা। ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আবার অভিজিৎ সরকারের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী মদ্যপ অবস্থায় নাইট ডিউটি করছিল বলে অভিযোগ ওঠে। তবে এই প্রথম নয়। মদ্যপ অবস্থায় ধরে ফেললে অভিযুক্ত পুলিশকর্মী পালিয়ে যান বলে অভিযোগ। হাইকোর্টের অর্ডারে বসেছে পুলিশি প্রহরা। কিন্তু, তারপরেও বারবার এ ঘটনা ঘটায় উদ্বেগে গোটা পরিবার। তারমধ্য়েই আবার ভাইয়ের খুনে অভিযুক্তদের হাতে বিশ্বজিৎ মার খাওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। শনিবার রাতেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয় নীলরতন সরকার মেডিকেল কলেজে।
তবে এই ধরনের ঘটনা যে এই প্রথম ঘটছে এমনটা নয়। গত ফেব্রুয়ারি মাসে অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিশ্বজিতের অভিযোগ ছিল, গত ২৫ ফেব্রুয়ারি জেলবন্দিদের পরিবারের লোকজনই তাঁদের বাড়িতে হামলা চালিয়েছিল। এবার যেন ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিকে রাজ্যের দেওয়া পুলিশি নিরাপত্তায় যে তাঁরা সন্তুষ্ট নন তা আগেই জানিয়েছিলেন বিশ্বজিৎ। দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টেরও।