Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অবিসংবাদী নেত্রীর যুগান্তরকারী ঘোষণা’, সবুজ জার্সিতে প্রথম টুইটেই মমতা-স্তুতি মুকুলের

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নতুন করে 'কৃষক বন্ধু' প্রকল্পের সূচনা করেছেন, সেই কর্মসূচিরই প্রশংসা পাওয়া গেল মুকুল রায়ের টুইটে।

'অবিসংবাদী নেত্রীর যুগান্তরকারী ঘোষণা', সবুজ জার্সিতে প্রথম টুইটেই মমতা-স্তুতি মুকুলের
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 12:09 AM

কলকাতা: তৃণমূলে যোগ দেওয়ার পরও তাঁর টুইটার হ্যান্ডেলের কভারে ছিল ‘আর নয় মমতা’। কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য সেই ছবি বদলে দলনেত্রীর সঙ্গে থাকা ছবি সাঁটিয়ে দিয়েছিলেন মুকুল রায়। ঘাসফুলে প্রত্যাবর্তনের পর বৃহস্পতিবার প্রথম টুইট করেন তিনি। আর প্রথম টুইটেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর প্রশংসায় গদগদ হলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নতুন করে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সূচনা করেছেন, সেই কর্মসূচিরই প্রশংসা পাওয়া গেল মুকুল রায়ের টুইটে।

লক্ষ্মীবারে নবান্নের সভাঘর থেকে কৃষক বন্ধু প্রকল্পের সংশোধিত নতুন সংস্করণের সূচনা করেন মমতা। নতুন প্রকল্পে কৃষকদের জন্য রাজ্য সরকারের সাহায্যের পরিমাণ একধাক্কায় বাড়িয়ে দ্বিগুণ করার কথা ঘোষণা করেন। আগে যে কৃষকেরা বছরে ৫ হাজার টাকার আর্থিক সাহায্য পেতেন, তা আজ বাড়িয়ে ১০ হাজার করা হয়। এছাড়াও ক্ষেতমজুর ও বর্গাদারদের আগে বছরে ২০০০ টাকার সাহায্য করা হত। সেটাও এ দিন বাড়িয়ে ৪০০০ টাকা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প নিয়েই টুইটারে এ দিন প্রশংসায় পঞ্চমুখ হন মুকুল। তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিসংবাদী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছে। সমস্ত চাষিদের বার্ষিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। কৃষক-কল্যাণে এটা একটা যুগান্তরকারী ঘোষণা হিসেবে প্রমাণিত হবে।”

আরও পড়ুন: একর প্রতি ১০ হাজার, ‘কৃষক বন্ধু’ ঘোষণা করে মমতা বললেন ‘কথা রাখলাম’

মমতা এ দিন মনে করিয়ে দেন, কেন্দ্রের পিএম কিসান নিধি প্রকল্প অর্থ সাহায্য শুধুমাত্র ২ একর জমি থাকলে তবেই পাওয়া যায়। যে কারণে তুলনায় অনেক কম কৃষক এর দ্বারা উপকৃত হন। মমতা জানান, আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এই টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ ৯ লক্ষ ৭৮ হাজার ৫৩১ জন কৃষকদের মোট ২৯০ কোটি টাকা দেওয়া হয়েছে।