Kunal Ghosh: এবার ‘ধেড়ে ইঁদুর’, ‘আসল মাথা’ ধরার কথা বলছেন কুণাল ঘোষও

Kunal Ghosh: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসে বিভিন্ন পুরনো মন্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিট নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠে আসছে, সেই প্রসঙ্গে কুণালের দাবি 'ধেড়ে ইঁদুরদের' ধরতে হবে, 'আসল মাথাদের' ধরতে হবে।

Kunal Ghosh: এবার 'ধেড়ে ইঁদুর', 'আসল মাথা' ধরার কথা বলছেন কুণাল ঘোষও
কুণাল ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2024 | 5:29 PM

কলকাতা: রাজ্যে শিক্ষায় দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠে এসেছে বিগত দিনগুলি। তা নিয়ে বিরোধীরা নাগাড়ে আক্রমণ শানিয়েছে বাংলার শাসক শিবিরকে। আর এবার বল তৃণমূলের কোর্টে। নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে এবার পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসে বিভিন্ন পুরনো মন্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা বিঁধলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিট নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠে আসছে, সেই প্রসঙ্গে কুণালের দাবি ‘ধেড়ে ইঁদুরদের’ ধরতে হবে, ‘আসল মাথাদের’ ধরতে হবে।

ডাক্তারির প্রবেশিকা নিট পরীক্ষা নিয়ে যে বিস্তর অভিযোগ উঠে আসছে, সেই প্রসঙ্গে কুণালের বক্তব্য, “নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। এর সঙ্গে অনেক উপরমহল জড়িত। আসল মাথাদের ধরতে হবে। ধেড়ে ইঁদুর কারা, তাদের ধরতে হবে। কেন্দ্রীয় সরকারের যে দফতরের অধীনে, সেই মন্ত্রী ও তাঁর আত্মীয়স্বজনের খাটের তলায় তল্লাশি চালাতে হবে।” এরপরই তৃণমূল নেতার সংযোজন, “এখানে বিপুল চক্র জড়িত। কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠছে।”

শনিবার বিকেলে তৃণমূলব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিট বেনিয়মের অভিযোগ প্রসঙ্গে এই ধরনের শব্দবন্ধগুলি ব্যবহার করতে দেখা গেল কুণাল ঘোষকে। বস্তুত এই শব্দবন্ধগুলি বঙ্গ রাজনীতিতে বহুল পরিচিতি পেয়েছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যে। এ রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিচার পর্বে বিভিন্ন সময়ে এই ধরনের শব্দবন্ধ শোনা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। এবার সেই বহুল পরিচিতি পাওয়া শব্দবন্ধেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন কুণাল।

প্রসঙ্গত, নিট পরীক্ষার ইস্যুতে গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের কোনও প্রমাণ নেই। দুর্নীতির অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে, সেই মতোই চলা হবে।