Primary Recruitment Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’দের নাম করে টাকা তোলার অভিযোগ, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

Calcutta High Court: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল তিনটের সময় এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।

Primary Recruitment Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রীর 'ঘনিষ্ঠ'দের নাম করে টাকা তোলার অভিযোগ, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে মামলা হাইকোর্টে
কলকাতা হাইকোর্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 1:29 PM

কলকাতা : প্রাইমারি নিয়োগ দুর্নীতির অভিযোগে ফের নতুন মামলা আদালতে। এবার নিয়োগ দুর্নীতিতে অভিযোগ আনা হয়েছে খোদ এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। একইসঙ্গে অভিযোগ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং দিব্যেন্দু বিশ্বাসের বিরুদ্ধেও। এই দুই ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন মামলাকারী সুপর্না দাস নামে এক মহিলা। তিনি এক চাকরিপ্রার্থীর মা। অভিযোগ তোলা হয়েছে, সুমন চট্টোপাধ্যায় নামে নদিয়ার এক প্রাইমারি স্কুল শিক্ষক প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ এই দুই ব্যক্তির নাম করে কখনও টাকা কিংবা কখনও সোনা নিয়ে, তার বিনিময়ে চাকরি দিতেন। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল তিনটের সময় এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।

নিয়োগ দুর্নীতিতে একের পর এক মামলায় ক্রমেই অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। সিবিআই-এর পাশাপাশি এখন জোরকদমে ময়দানে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। সাম্প্রতিক কালে রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার দুটি ফ্ল্যাট থেকে বিশাল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছে। ২০০০ টাকা এবং ৫০০ টাকার নোটের গাদা উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে অনেক নথি, বিদেশি মুদ্রা এবং প্রচুর পরিমাণে সোনা। ইডির তদন্তকারী অফিসারদের সন্দেহ এই বিশাল অঙ্কের নগদ টাকা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে। এই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের লোকেদের সম্পত্তির হিসেব জমা দিতে হয়েছে। এমনই এক পরিস্থিতির মধ্যে এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে নতুন মামলা জমা পড়েছে আদালতে। এবার অভিযোগ, এক শিক্ষকের বিরুদ্ধে। তিনি নাকি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য এবং দিব্যেন্দু বিশ্বাসের নাম করে চাকরি দেওয়ার জন্য টাকা তুলতেন বলে অভিযোগ করেছেন এক চাকরিপ্রার্থীর মা।