New Job in WB: পুজোর মুখেই ফের চাকরির খবর, ৬০০ নতুন পদে নিয়োগের কথা জানালেন মন্ত্রী

Forest Department: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, গজমিত্র নামে ওই নতুন পদ তৈরি করা হচ্ছে। প্রথমে ২০০ জনকে ও পরে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করা হবে।

New Job in WB: পুজোর মুখেই ফের চাকরির খবর, ৬০০ নতুন পদে নিয়োগের কথা জানালেন মন্ত্রী
রাজ্যে নতুন চাকরির সুযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 2:33 PM

কলকাতা : নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে যখন জেরবার শাসক দল, তখন ফের নতুন চাকরির কথা জানালেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একদিকে আদালতের নির্দেশে স্কুলের চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে বন দফতরে নতুন পদে নিয়োগের কথা জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক জানান, গজমিত্র নামে ওই পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

বন দফতরের তরফ থেকে ওই নিয়োগ করা হবে। মূলত হাতির গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকার জন্যই নিয়োগ করা হবে। মন্ত্রী জানিয়েছেন, বনাঞ্চল সংলগ্ন এলাকার মানুষই এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাঁদের সরকারের তরফ থেকে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন। বিশেষ অ্যাপ ইনস্টল করে দেওয়া হবে। তার মাধ্যমেই সংশ্লিষ্ট জায়গায় হাতির গতিবিধি সংক্রান্ত খবর দিতে পারবে তারা।

বিভিন্ন লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটে। তাতে ক্ষতি হয় আমজনতার। এ ছাড়া রেল লাইনে আচমকা হাতি চলে এলে, অনেক সময় মৃত্যুও হয় হাতির। সেই কারণেই এই পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এতদিন পর্যন্ত এমন কোনও পদ ছিল না।

জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, যাঁরা এই চাকরি পাবেন, তাঁদের মূল কাজ হবে হাতির খবর দেওয়া। বন দফতরের অ্যাপে তথ্য পাঠাতে হবে। রেলের ক্ষেত্রে স্টেশন মাস্টার সেই অ্যাপ ব্যবহার করবেন। তিনি হাতির খবর জানতে পারলে প্রয়োজন মতো রেলের চালকদের জানাবেন। চালকেরা সেই মতো ধীরগতিতে যাবে বা অপেক্ষা করবে হাতি সরে যাওয়া পর্যন্ত।

মন্ত্রী জানিয়েছেন, প্রথমে দক্ষিণবঙ্গে ২০০ পদে নিয়োগ হবে। পরে উত্তরবঙ্গে ৪০০ পদে নিয়োগ হবে। বেতন হবে প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা। তাঁদের নির্দিষ্ট পোশাক থাকবে। বন দফতরের মাধ্যমেই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের এই নিয়োগে অনেকেই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। তবে কবে থেকে চাকরির প্রক্রিয়া শুরু হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বন দফতর।