সল্টলেকে ব্যবসায়ী খুন: পোড়ানোর আগে ঘি মাখানো হয়েছিল মৃতদেহে! জোরালো হচ্ছে তন্ত্র সাধনার ইঙ্গিত
আগেই এই ঘটনায় পুলিস গ্রেফতার করেছে অর্জুনের মা গীতা মাহেনসরিয়া ও ভাই বিদুরকে। জেরায় দোষ কবুল করে নিয়েছিল মা ও ভাই।
সল্টলেক: অভিজাত ব্যবসায়ী অর্জুন মাহেনসরিয়ার খুনে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিসের (Police) হাতে। যেখানে আরও জোরালো হচ্ছে তন্ত্র সাধনার ইঙ্গিত। পুরো ঘটনার পুনর্নির্মাণ করে পুলিস জানতে পেরেছে ঘড়ির সময় মেপে পোড়ানো হয়েছিল অর্জুনের মৃতদেহ। এমনকি পোড়ানোর আগে পুরো শরীরে মাখানো হয়েছিল ঘি।
আগেই এই ঘটনায় পুলিস গ্রেফতার করেছে অর্জুনের মা গীতা মাহেনসরিয়া ও ভাই বিদুরকে। জেরায় দোষ কবুল করে নিয়েছিল মা ও ভাই। অর্জুনকে খুন করে রাঁচি চলে গিয়েছিলেন গীতা। গত বৃহস্পতিবার পুলিস যখন অভিজাত ব্যবসায়ীর দেহ উদ্ধার করে তখনও সেখানে হোম-যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের চিহ্ন পাওয়া গিয়েছিল। তারপরেই পুলিস অনুমান করেছিল সংশ্লিষ্ট ঘটনায় তন্ত্র সাধনার যোগ থাকতে পারে। এখন ঘি মাখানোর কথা জানতে পেরে সেই অনুমান আরও পোক্ত হল বলে ধারণা তদন্তকারীদের।
আরও পড়ুন: মামলা প্রত্যাহার, দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে না উলেন রায়ের
প্রসঙ্গত, মৃত অর্জুনের বাবা অনিল মাহেনসরিয়ার সন্দেহ ছিল স্ত্রী গীতাই তাঁর ছেলেকে অপহরণ করেছে। অনিলের বয়ানের ভিত্তিতেই গত বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের এ জে ব্লকের ২২৬ নম্বর বাড়িতে তল্লাশি চালায় পুলিস। অনিলকে জেরা করে পুলিস জানতে পারে, সল্টলেকের এ জে ব্লকের বাড়িটি তাঁর স্ত্রী গীতা মাহেনসারিয়ার। ১৯৮৮ সালে গীতার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিনটি সন্তান রয়েছে। বড় ছেলে অর্জুন (২৫)। বাকি দুই সন্তান বিদুর (২২) এবং বৈদেহী (২০)। সম্প্রতি ওই দম্পতির মধ্যে মনোমালিন্যের জেরে অনিল রাজারহাটের একটি আবাসনে একা থাকতেন। সল্টলেকের বাড়িতে থাকতেন স্ত্রী গীতা এবং তাঁদের তিন সন্তান।