Gopal Dalapati : এরপর যে নাম সামনে আসবে তাতে বিস্ফোরণ হবে : গোপাল দলপতি

Gopal Dalapati : এর আগে গোপালের দাবি করেছিলেন কুন্তল ঘোষ একা নন, এরকম হাজারও কুন্তল আছে। দুর্নীতির মোট অঙ্কটাও বিশাল।

Gopal Dalapati : এরপর যে নাম সামনে আসবে তাতে বিস্ফোরণ হবে : গোপাল দলপতি
গোপাল দলপতি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 8:01 PM

কলকাতা : গোটা বাংলার মুখে গোপালের (Gopal Dalapati) নাম। নিয়োগ কেলেঙ্কারি মামলায় তাঁর নাম জড়াতেই বিগত কয়েকদিন ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে।  বর্তমানে সেই গোপাল দলপতি রয়েছেন দিল্লিতে। এদিন তাঁকে দিল্লির এক মন্দিরে পুজোও দিতে দেখা যায়। ঈশ্বরের কাছে দুর্নীতিমুক্ত বাংলা গড়তে প্রার্থনাও করলেন। এদিকে তাঁর মুখে আগে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম। এদিনই সেই বিভাসকে জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। যদিও গোপালের দাবি বিভাস দুর্নীতি করে থাকলে তা তদন্ত করে বের করবে ইডি-সিবিআই (CBI)। এরপরই ফের বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁকে, তিনি বলেন, “এরপর যে নাম সামনে সবাই তা সময়মতো দেখতে পাবে। সেই নাম সামনে এলেই বিস্ফোরণ হবে। তবে নাম তো নামই। দুর্নীতিতে নামের আবার ছোট বড় কী আছে। নাম তো নামই।” 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির একের পর এক নতুন ব্যক্তির নাম বলতে দেখা গিয়েছে কুন্তল ঘোষকে। তাঁর মুখেই শোনা গিয়েছে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। মডেল-অভিনেত্রী হৈমন্তীকে নিয়েও জোর চর্চা চলছে বাংলার রাজনৈতিক মহলে। দুর্নীতিতে তাঁর যোগ কতটা তা নিয়ে চলছে জোর জল্পনা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি হৈমন্তীকে। গোপালের দাবি, “হৈমন্তী অসুস্থ। কয়েকদিনের মধ্যেই ও সকলের সামনে আসবে। অপ্রচারের জাবাবও দেবে।”

প্রসঙ্গত, এর আগে গোপালের দাবি করেছিলেন কুন্তল ঘোষ একা নন, এরকম হাজারও কুন্তল আছে। এরকম অনেকের মাধ্যমেই চাকরির চেষ্টা হয়েছে বলে মনে করেন তিনি। গোপাল দলপতির দাবি, শুধুমাত্র তাপস বাবুই যদি ১৯ কোটি দিয়ে থাকেন, তাহলে এরকম পাঁচজন থাকলেও টাকার অঙ্ক কত হচ্ছে, তা অনুমান যোগ্য। সহজ কথায় তাঁর স্পষ্টই দাবি ছিল, টাকার অঙ্ক ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন তিনি। এবার তাঁর মুখে নতুন নামের আভাস দেখা যেতেই তা নিয়ে নয়া চর্চা শুরু হয়েছে নানা মহলে।