lake town Police station: মাকে দেখভালের জন্য চোখবুজে ভরসা করতেন, সেই যুবকের কীর্তিতেই মাথায় বাজ ভেঙে পড়ল চিকিৎসকের

West Bengal: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুদীপ্ত বিশ্বাস। প্রতারিত বৃদ্ধা জয়শ্রী গোস্বামী ও তাঁর ছেলে লিজা মুখোপাধ্যায় কালিন্দী এলাকার বাসিন্দা।

lake town Police station: মাকে দেখভালের জন্য চোখবুজে ভরসা করতেন, সেই যুবকের কীর্তিতেই মাথায় বাজ ভেঙে পড়ল চিকিৎসকের
সুদীপ্ত বিশ্বাস (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 12:49 PM

লেকটাউন: বৃদ্ধা মা! তাঁকে দেখাশোনা করার কেউ নেই। তাই মা-কে দেখতে প্রাইভেট সংস্থা থেকে কেয়ার ম্যানেজার নিয়ে এসেছিলেন। কিন্তু এতেই হল কাল। প্রাইভেট সংস্থা থেকে আসা কেয়ার ম্যানেজারই ( হাতিয়ে নিলেন বৃদ্ধার সবকিছু। পরে লেকটাউন থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুদীপ্ত বিশ্বাস। প্রতারিত বৃদ্ধা জয়শ্রী গোস্বামী ও তাঁর ছেলে লিজা মুখোপাধ্যায় কালিন্দী এলাকার বাসিন্দা। লিজাদেবী পেশায় চিকিৎসক। জানা গিয়েছে, ২০১৮ সালে তিনি মায়ের দেখাশোনা করার জন্য ট্রিবিকা কেয়ার নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে মাসিক ৮ হাজার টাকা বেতনের পরিপ্রেক্ষিতে একজন কেয়ার ম্যানেজারকে নিয়োগ করেন।

২০২০ সালে সেই কেয়ার ম্যানেজারের পরিবর্তন করে ওই সংস্থা। এরপরই ওই বৃদ্ধার দেখাশোনার জন্যে সুদীপ্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে নিয়োগ করা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই বৃদ্ধা বিভিন্ন সময় ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্যে কেয়ার ম্যানেজারকে চেক লিখে দিতেন। বিভিন্ন সময় ওই ম্যানেজার চেকে সাক্ষর ভুল আছে বলে অন্য ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর। সেই চেক দিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত অভিযুক্ত। এই ভাবে মোট ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপরই গতকাল অভিযুক্ত কেয়ার ম্যানেজার সুদীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ।

এরপর আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই বিষয়ে বৃদ্ধার মেয়ে জানিয়েছেন যে, কয়েক  বছর আগে তাঁর মাকে দেখাশোনা করার জন্য কেয়ার ম্যানেজার হিসাবে একজনকে আনা হয়। তারপরই বিগত কয়েকদিন ধরে ওই কেয়ার ম্যানেজার একটু একটু করে টাকা তুলে নিজের অ্যাকাউন্টে ঢোকাতে থাকেন। পরে বুঝতে পেরে পুলিশে খবর দেন।