Parliament Security Breach: সৌরভও শেয়ার করেছিলেন ললিতের ভিডিয়ো
Parliament Security Breach: সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক অবক্ষয় নিয়ে তাঁর সঙ্গে ললিতের কথা হতো। কলেজ স্ট্রিটে একসঙ্গে বসেওছিলেন তাঁরা। এছাড়া একাধিকবার কথাও হয়। তবে সমস্ত কথাই সামাজিক অবক্ষয় ও তার বিরোধিতায় আন্দোলনকে সুসংহত করতে বলেই জানান সৌরভ।
কলকাতা: সংসদকাণ্ডে একের পর এক নতুন নাম উঠে আসছে। সংসদের স্মোকক্য়ান কাণ্ডে এবার নতুন তথ্য। কলকাতায় খোঁজ মিলল ললিত ঝায়ের আরও এক ‘পরিচিত’র। সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে ললিত যোগাযোগ করেছিলেন বলে জানা গিয়েছে। সৌরভ চক্রবর্তীকে সংসদ চত্বরে প্রতিবাদের ভিডিয়োও পাঠিয়েছিলেন ললিত। ঠিক যেমন হোয়াটসঅ্যাপে ভিডিয়ো পেয়েছিলেন হালিশহরের যুবক নীলাক্ষ আইচ।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে ভিডিয়োটি শেয়ার করেছিলেন ললিত। একইসঙ্গে ব্যক্তিগতভাবেও ভিডিয়ো পাঠিয়েছিলেন সৌরভকে। লিখেছিলেন, ‘আমি প্রতিবাদ করছি, শেয়ার কোরো।” টিভিনাইন বাংলাকে সৌরভ জানান, এই বার্তা পাওয়ার পর সৌরভ তা শেয়ারও করেন। সৌরভের দাবি কিছু না বুঝেই তিনি ভিডিয়োটি শেয়ার করেছিলেন। একইসঙ্গে তিনি বলেন, বোঝাও যায়নি যে ওটা সংসদ ভবন চত্বরের বিক্ষোভ। যদিও সৌরভের দাবি, এই প্রথমবার ললিত তাঁকে কিছু পাঠিয়েছিলেন।
সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক অবক্ষয় নিয়ে তাঁর সঙ্গে ললিতের কথা হতো। কলেজ স্ট্রিটে একসঙ্গে বসেওছিলেন তাঁরা। এছাড়া একাধিকবার কথাও হয়। তবে সমস্ত কথাই সামাজিক অবক্ষয় ও তার বিরোধিতায় আন্দোলনকে সুসংহত করতে বলেই জানান সৌরভ। তবে ললিতের সঙ্গে সংসদের যে ঘটনার যোগ পাওয়া গিয়েছে, সৌরভ তার সঙ্গে সহমত নন বলেই জানান।
সৌরভ বলেন, “আমরা কফি হাউজে দেখা করেছিলাম কয়েকবার। ২টো পথসভাতেও গিয়েছিলাম। বন্ধু বলতে যা বোঝায় তা নয়। তবে সাংগঠনিক কথা হতো। ১৪ মে আমাদের প্রথম সাক্ষাৎ। এরপর দু’ একটা পথসভা সাক্ষাৎ এই পর্যন্তই।”