ফের ক্রমশ চড়ছে পেট্রোল-ডিজেলের দাম, কপালে ভাঁজ আম-জনতার

করোনার (Covid 19) কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের (Lockdown) জেরে পেট্রোপণ্যের চাহিদাও কমেছে অনেকটা।

ফের ক্রমশ চড়ছে পেট্রোল-ডিজেলের দাম, কপালে ভাঁজ আম-জনতার
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: May 06, 2021 | 1:43 PM

কলকাতা: মঙ্গলবার থেকে পেট্রোল-ডিজেলের (petrol-diesel price) দাম বেড়েছে। কলকাতায় (kolkata) পেট্রোলের দাম ২২ পয়সা এবং ডিজেলের দাম ২৮ পয়সা বেড়েছে। এখন লিটার প্রতি পেট্রোলের দাম ৯১ টাকা ১৪ পয়সা হল। লিটার প্রতি ডিজেলের দাম হল ৮৪ টাকা ২৬ পয়সা। ভোট মিটতেই পেট্রোপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের দুশ্চিন্তা।

এর আগে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৯০ টাকা ৯২ পয়সা এবং লিটারপিছু ডিজেলের দাম ছিল ৮৩ টাকা ৯৮ পয়সা। গত তিন দিন ধরে সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে। এর আগে মঙ্গলবার কলকাতা প্রতি লিটার পেট্রোলের দাম ৯০ টাকা ৭৬ পয়সা ছিল। পাশাপাশি ডিজেলের দাম ৮৩ টাকা ৭৮ পয়সা ছিল।

রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯০ টাকা ৯৯ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৮১ টাকা ৪২ পয়সা। মুম্বইতে লিটার পিছু ৯৭ টাকা ৩৪ পয়সা, ডিজেলের দাম ৮৮ টাকা ৪৯ পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২ টাকা ৯০ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৮৬ টাকা ৩৫ পয়সা।

করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। করোনার কোপে সারা দেশের নানা জায়গায় লকডাউন চলছে। লকডাউনের জেরে পেট্রোপণ্যের চাহিদাও কমেছে অনেকটা। তবু পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় দুশ্চিন্তা থেকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।