মিনিটে দিতে হচ্ছে ১৩ লিটার অক্সিজেন, কেমন আছেন কবি জয় গোস্বামী?

কোভিডে (COVID19) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জয় গোস্বামী (Joy Goswami)। অক্সিজেনের (Oxygen) মাত্রা বাড়িয়ে স্যাচুরেশন ঠিক রাখার চেষ্টা করছেন চিকিৎসকেরা।

মিনিটে দিতে হচ্ছে ১৩ লিটার অক্সিজেন, কেমন আছেন কবি জয় গোস্বামী?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 20, 2021 | 11:45 AM

কলকাতা: স্থিতিশীল হলেও এখনও বিপদ কাটেনি কবি জয় গোস্বামীর (Joy Goswami)। অক্সিজেন (Oxygen) নির্ভরতা সামান্য কমলেও, এখনও অক্সিজেন দিতে হচ্ছে কবিকে। অক্সিজেন দেওয়ার পর তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা স্থিতিশীল হলেও এখনও তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিন্ত নন চিকিৎসকেরা। গত রবিবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় জয় গোস্বামীকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই অক্সিজেন দেওয়া হচ্ছে কবিকে।

গত দু’দিন ধরে এন‌আরবিএমে প্রতি মিনিটে ১০-১২ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল জয় গোস্বামীকে। পরে সেই মাত্রা বাড়িয়ে ১৪ লিটারও করা হয়। আপাতত প্রতি মিনিটে ১৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। এন‌আরবিএমে অক্সিজেন দিয়ে দেহে অক্সিজেনের মাত্রা থাকছে ৯৯ শতাংশ। তবে তাতে কবিকে স্থিতিশীল বলতে পারছেন না চিকিৎসকেরা। তাঁর শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম বলে জানিয়েছেন তাঁরা। এছাড়াও রয়েছে কো-মর্বিডিটি। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, কবির রক্তচাপ বেশ কম। রক্তচাপ থাকছে ৮৪/৭০, পালস থাকছে ১১০, আর রক্তে সুগারের মাত্রা ১৩৮।

রবিবার রাতে কবিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার পর সোমবারই জানা যায়, কবিকে সিসিইউয়ে রাখা হয়েছে।  রবিবার থেকেই তাঁর জ্বর আসে, সঙ্গে বমিও হয়। পেটের সমস্যাও ছিল। তাঁর স্ত্রীও অসুস্থ ছিলেন। তবে জয় গোস্বামীর কোভিড রিপোর্ট পজিটিভ এলেও স্ত্রী কাবেরী গোস্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন: অক্সিজেনের মাত্রায় হেরফের, বাড়িতেই চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে বুদ্ধবাবু

করোনার দ্বিতীয় ঢেউতে শঙ্খ ঘোষের মতো কবিকে হারিয়েছেন অনুরাগীরা। করোনা আক্রান্ত হয়েই প্রয়াত শঙ্খ ঘোষ ও তাঁর স্ত্রী। সেই শোকের ছায়া এখনও কাটেনি। এরই মধ্যে  কবি জয় গোস্বামীর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বেগে ভুগতে থাকেন তাঁর অসংখ্য অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে আরোগ্য-বার্তা।