KK Postmortem: ঘণ্টা তিনেক আগেই শরীর জানান দিয়েছিল, কেকে’র ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে’র সম্ভাবনা খারিজ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

SSKM Hospital: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে, 'সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে'র সম্ভাবনা খারিজ হয়েছে বলে সূত্রের খবর। বিপদ যে ঘটতে চলেছে, তা অন্তত তিন ঘণ্টা আগে থেকেই শরীর জানান দিয়েছে বলে প্রাথমিকভাবে অভিমত চিকিৎসকদের।

KK Postmortem: ঘণ্টা তিনেক আগেই শরীর জানান দিয়েছিল, কেকে'র 'সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে'র সম্ভাবনা খারিজ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে
কলকাতায় এসে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কেকে-র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 9:33 PM

সৌ র ভ দ ত্ত

হৃদরোগ জনিত অসুখে মৃত্যুর আগে অন্তত তিন ঘণ্টা সময় পেয়েছিলেন কেকে। কিন্তু সেই সময় হেলায় হারানোর মাশুল গুণতে হয়েছে সঙ্গীত শিল্পীকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেরকম‌ই ইঙ্গিত রয়েছে বলে এসএসকেএম সূত্রের খবর। এসএসকেএম হাসপাতালে বুধবার ফরেন্সিক মেডিসিন‌ বিভাগের প্রধান ইন্দ্রাণী দাস, চিকিৎসক অভিষেক চক্রবর্তী এবং সায়ক শোভন দত্ত প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে’র ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে, ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে’র সম্ভাবনা খারিজ হয়েছে বলে সূত্রের খবর। বিপদ যে ঘটতে চলেছে, তা অন্তত তিন ঘণ্টা আগে থেকেই শরীর জানান দিয়েছে বলে প্রাথমিকভাবে অভিমত চিকিৎসকদের।

মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ফোন করে কেকে’র অসুস্থতার কথা জানান হোটেল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তার‌ও ঘণ্টা তিনেক আগে উপসর্গ দেখা দিয়েছিল। এসএসকেএম সূত্রের খবর, প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী জ্যোতি কৃষ্ণণ জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাড়িতে ফোন করে ঘাড় এবং পেটে ব্যাথার কথা বলেছিলেন কেকে। চিকিৎসকদের মতে, হৃদরোগ জনিত অসুখের ক্ষেত্রে রক্তনালী সঙ্কুচিত হলে এই ধরনের সমস্যা হয়। এসএসকেএম সূত্রের খবর, প্রাথমিক ময়নাতদন্তে হৃৎপিণ্ডের পাশাপাশি লিভার, কিডনির‌ও সমস্যা ধরা পড়েছে। তবে মৃত্যুর জন্য মূলত হৃৎপিণ্ড‌ই দায়ী বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ চূড়ান্ত কি না, তা জানার জন্য ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে।

কেকের এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। মঙ্গলবার সন্ধেয় কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন কেকে। মঞ্চ কাঁপিয়ে গান গেয়েছিলেন। নজরুল মঞ্চে প্রায় আড়াই হাজার দর্শকের আসন রয়েছে। কিন্তু ভিড় হয়েছিল তার থেকে আরও অনেক বেশি। প্রায় হাজার সাতেক কেকে ভক্ত ভিড় জমিয়েছিলেন তাঁর গান শোনার জন্য। মঙ্গলবার সন্ধের ওই অনুষ্ঠানের যে ভিডিয়োগুলি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে বার বার সাদা তোয়ালে দিয়ে মুখ মুছছেন কেকে। একাংশের অনুমান, তখন থেকেই অস্বস্তি বোধ করছিলেন কেকে। এরপর কেকের ময়নাতদন্তের রিপোর্টেও কিছুটা সেই ইঙ্গিতই পাওয়া গেল। এসএসকেএম সূত্রের খবর, প্রায় ঘণ্টা তিনেক আগে থেকেই জানান দিতে শুরু করেছিল শরীর।