RG Kar: আর জি কর কাণ্ডে নয়া মোড়, নিজেকে ‘নির্দোষ’ প্রমাণে মরিয়া অধ্যক্ষ ছুটলেন স্বাস্থ্যভবনে
RG Kar Medical College Controversy: হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহ চিকিৎসক ও পড়ুয়াদের থেকে সই সংগ্রহ করে একটি চিঠি ডিএমই-কে জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, চিঠির মূল বক্তব্য হল, অধ্যক্ষ সন্দীপ ঘোষ নির্দোষ এবং আসল দোষ আর জি করের প্রাক্তন নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলির।
কলকাতা: আর জি করে টেন্ডার দুর্নীতির অভিযোগে এবার নয়া মোড়। শুক্রবার বিকেলে হঠাৎ স্বাস্থ্যভবনে হাজির আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানা যাচ্ছে, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করতেই স্বাস্থ্যভবনে যান তিনি। আর জি কর সূত্রে খবর, অধ্যক্ষ নিজের সমর্থনে সই সংগ্রহ করেছেন। হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহ চিকিৎসক ও পড়ুয়াদের থেকে সই সংগ্রহ করে একটি চিঠি ডিএমই-কে জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, চিঠির মূল বক্তব্য হল, অধ্যক্ষ সন্দীপ ঘোষ নির্দোষ এবং আসল দোষ আর জি করের প্রাক্তন নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলির।
সকালে সই সংগ্রহ করা হয়েছে বিভাগীয় প্রধান, চিকিৎসক, পড়ুয়াদের থেকে। আর বিকেলে সটান স্বাস্থ্যভবনে। এ যে একেবারে রাজনীতির আদলে সই সংগ্রহ! সেই সই সম্বলিত চিঠি জমা দেওয়া হয়েছে ডিএমই-র কাছে। সরকারি হাসপাতালে এ কেমন কর্মসূচি! আর জি করের টেন্ডার দুর্নীতির অভিযোগে এমন কাণ্ডে তুঙ্গে উঠেছে বিতর্ক। উল্লেখ্য, এর আগেও আর জি কর হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যের প্রথম সারির সরকারি স্বাস্থ্যক্ষেত্রগুলির মধ্যে অন্যতম আর জি কর। সেখানে এমন অভিযোগ ঘিরে তুমুল জলঘোলাও হয়েছিল। মাস খানেক আগে আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশও এসেছিল। কিন্তু পরে আবার তা স্থগিত হয়ে যায়।
আর এসবের মধ্যে সম্প্রতি আর জি করের প্রাক্তন নন মেডিক্যাল ডেপুটি সুপার আখতার আলি বিস্ফোরক অভিযোগ তুলেছেন হাসপাতালে অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ, বাছাই করা কিছু লোকই প্রতিবার টেন্ডার পেত। ২০ শতাংশ কমিশনে টেন্ডার দেওয়া হত বলেই অভিযোগ। এইভাবে কমিশনের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি। প্রাক্তন নন মেডিক্যাল ডেপুটি সুপারের বক্তব্য, এই সব অভিযোগ স্বাস্থ্য ভবনে জানানোর পরেও কোনও লাভ হয়নি। আর এই অভিযোগের মধ্যেই শুক্রবার বিকেলে হঠাৎ নিজের স্বপক্ষে সই-সহ চিঠি নিয়ে স্বাস্থ্যভবনে হাজির আর জি করের অধ্যক্ষ।