PRS Shut Down: পুজোয় ঘুরতে যাচ্ছেন? এই সময়ের মধ্যে কোনও টিকিট কাটা যাবে না
Train Ticket Booking: মঙ্গলবার রাত ১১টা ৪৫মিনিট থেকে রাত আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে টিকিট বুকিং সিস্টেম। এই পৌনে তিন ঘণ্টা অগ্রিম টিকিট বুকিং সিস্টেমে ডাউন টাইম চলবে। ফলে ওই সময়ে কোনও টিকিট বুকিং বা অন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না।
কলকাতা: অক্টোবর-নভেম্বর মাস হল বাঙালির কাছে ঘুরতে যাওয়ার মরশুম। স্কুল-কলেজে পুজোর লম্বা ছুটি। আর এই সুযোগে পছন্দের ডেস্টিনেশন চলে যান অনেকেই। পুজোর মরশুমের জন্য ট্রেনের টিকিট কাটার ধুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টিকিট কাটার ব্যস্ততা ভ্রমণপ্রিয় বাঙালির মধ্যে। অনেক ট্রেনের টিকিট ইতিমধ্যেই ওয়েটিং লিস্টে চলে গিয়েছে। আপনিও কি কোনও টিকিট কাটার কথা ভাবছেন? তাহলে এড়িয়ে চলুন এই পৌনে ৩ ঘণ্টা। আগামিকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫মিনিট থেকে রাত আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে টিকিট বুকিং সিস্টেম। এই পৌনে তিন ঘণ্টা অগ্রিম টিকিট বুকিং সিস্টেমে ডাউন টাইম চলবে। ফলে ওই সময়ে কোনও টিকিট বুকিং বা অন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না।
উল্লেখ্য, পুজোর ছুটির মরশুমে পর্যটকদের ভিড় সামাল দিতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছে রেল। জুন-জুলাই মাসে রবিবার সকালেও সংরক্ষিত টিকিটের কাউন্টার খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিয়ালদহ, বিধাননগর রোড, কলকাতা টার্মিনাল, দমদম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। এবারের পুজোয় বাঙালিদের মধ্যে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার ধুম অনেকটা বেশি। রেলের তরফে প্রাথমিক ট্রেন্ডে এমনই জানা গিয়েছিল। সম্প্রতি চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি দার্জিলিং মেল, পদাতিকের মতো ট্রেনগুলিতেও টিকিট বুকিংয়ের জন্য ঝাপিয়ে পড়েছিলেন ভ্রমণপ্রেমীরা।
এছাড়া কালকা মেল, দুন এক্সপ্রেস কিংবা রাজধানীর টিকিট কাটার হিড়িকও ছিল যথেষ্ট। রাজ্যের বাইরে ঘুরতে যাওয়ার দিক থেকে কাশ্মীর কিংবা শিমলার দিকের ট্রেনগুলির টিকিট বুকিংয়ের ট্রেন্ডও ছিল চোখে পড়ার মতো। এখনও অনেকেই টিকিট কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগামিকাল রাতে প্রায় তিন ঘণ্টা তাঁরা কোনও অগ্রিম টিকিট কাটতে পারবেন না, বুকিং সিস্টেমে ডাউন টাইমের জন্য।