Sujay Krishna Bhadra: কাল থেকে মুখে তোলেননি কিছু! ইডির জিম্মায় ‘হাঙ্গার স্ট্রাইক’ কালীঘাটের কাকুর
Kalighater Kaku: ইডির আইনজীবীর বক্তব্য, ইডির প্রশ্ন এড়ানোর জন্যই এই কৌশল নিচ্ছেন কালীঘাটের কাকু। যাতে সুজয়বাবুকে ইডির প্রশ্নের মুখোমুখি না হতে হয়, সেই কারণেই তিনি খাচ্ছেন না। ইডি আইনজীবীর বক্তব্য, উনি চাইছেন, যাতে উনি অসুস্থ হয়ে পড়েন।
কলকাতা: গতকাল থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’। অনশন শুরু করেছেন তিনি। সুজয়ের আইনজীবীর অভিযোগ, তাঁর স্ত্রীকে গ্রেফতারির কথা জানানো হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আইনজীবীও অবশ্য স্বীকার করে নিয়েছেন যে সুজয়বাবু কিছু খাচ্ছেন না। ইডির আইনজীবীর বক্তব্য, ইডির প্রশ্ন এড়ানোর জন্যই এই কৌশল নিচ্ছেন কালীঘাটের কাকু। যাতে সুজয়বাবুকে ইডির প্রশ্নের মুখোমুখি না হতে হয়, সেই কারণেই তিনি খাচ্ছেন না। ইডি আইনজীবীর বক্তব্য, উনি চাইছেন, যাতে উনি অসুস্থ হয়ে পড়েন।
ইডির আইনজীবী এদিন আদালতে জানান অভিযুক্ত ইডিকে জানিয়েছে, তিনি হাঙ্গার স্ট্রাইক (অনশন) করবেন। সেই কথা শুনে বিচারক বলেন, ‘উনি যথেষ্ট বুদ্ধি রাখেন। উনি যে খাচ্ছেন না, সেটা বুঝে শুনেই করছেন। তবে ওনার মনে রাখা উচিত, ওনার পরিবারে কেউ ওনার ফেরার জন্য অপেক্ষা করছেন।’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে ১৪ দিনের ইডি হেফাজতের জন্য এদিন আদালতে আবেদন জানান ইডির আইনজীবী। অন্যদিকে সুজয়কৃষ্ণের আইনজীবী কালীঘাটের কাকু ও তাঁর স্ত্রীর অসুস্থতাজনিত যাবতীয় নথি আদালতের কাছে তুলে ধরেন। যে কোনও শর্তের বিনিময়ে যাতে সুজয়বাবুর জামিন দেওয়া হয়, সেই আর্জি জানান তাঁর আইনজীবী।
এমনকী যেভাবে সুজয়কৃষ্ণর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ও যেভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাও সম্পূর্ণ বেআইনি বলে দাবি কালীঘাটের কাকুর আইনজীবীর। আইনজীবীর দাবি, সুজয়বাবু কোনও খুন বা দুর্নীতির সঙ্গে জড়িত নেই। বাড়িতে যে তল্লাশি চালানো হয়েছে, তাও যথাযথ নিয়ম মেনে হয়নি। কোনওরকম আইনি অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে ইডি, দাবি সুজয়কৃষ্ণের আইনজীবীর। সুজয়বাবুর আইনজীবীর আরও প্রশ্ন, যখন তল্লাশি চালানো হয়েছে, তখন প্রসিড অব ক্রাইমের জন্য কি কিছু পাওয়া গিয়েছে? তাহলে পিএমএলএ আইন কীভাবে আনা হল? সেই সব প্রশ্ন তুলেই জামিনের আবেদন জানান সুজয়কৃষ্ণের আইনজীবী।