হঠাৎ মাথা ঘোরা হতে পারে করোনার লক্ষণ! নতুন উপসর্গের হদিশ পেলেন বিশেষজ্ঞরা

কারণ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়ারিয়া, গন্ধ না পাওয়ার মতো পরিচিত উপসর্গ না থাকলেও, আকস্মিক মাথা ঘোরানোর সঙ্গে নোভেল করোনাভাইরাসের (Coronavirus) যোগ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না!

হঠাৎ মাথা ঘোরা হতে পারে করোনার লক্ষণ! নতুন উপসর্গের হদিশ পেলেন বিশেষজ্ঞরা
হঠাৎ মাথা ঘোরা হতে পারে করোনার লক্ষণ! নতুন উপসর্গের হদিশ পেলেন বিশেষজ্ঞরা
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 11:24 PM

সৌরভ দত্ত: উঠে দাঁড়াতে গিয়ে মাথা গেল ঘুরিয়ে। চোখের সামনে অন্ধকারাচ্ছন্ন অবস্থা। তেমন হলে একটু ধাতস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়ারিয়া, গন্ধ না পাওয়ার মতো পরিচিত উপসর্গ না থাকলেও, আকস্মিক মাথা ঘোরানোর সঙ্গে নোভেল করোনাভাইরাসের (Coronavirus) যোগ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না! তবে ভিন্ন মতও রয়েছে।

বুধবারেরই ঘটনা। সংক্রামক রোগের হাসপাতালের ডাক্তারবাবু হাসপাতালের উদ্দেশে রওনা হচ্ছেন। এমন সময় সত্তরোর্ধ্ব বাবার শারীরিক সমস্যা নিয়ে হাজির বারাসত পুর এলাকার এক বাসিন্দা। দিনতিনেক আগে ওই ব্যক্তির বাবা মাথা ঘুরিয়ে বাড়িতে পড়ে গেলে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। জ্বর, সর্দি, কাশি কিছুই ছিল না। তাই চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দিলে বিস্মিত হন বৃদ্ধের ছেলে। মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় বৃদ্ধ কোভিড পজিটিভ। বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক কৌশিক চৌধুরী বলছেন, বারাসতের ঘটনা ব্যতিক্রম নয়। গত তিন মাসে এ ধরনের উপসর্গের সূত্র ধরে একাধিক করোনা আক্রান্ত রোগীর হদিস মিলেছে। আইডি’তে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রেও আকস্মিক মাথা ঘুরিয়ে পড়া বা ‘পস্চুরাল হাইপোটেনশনে’র সমস্যা দেখা গিয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

কেন হয় এই রোগ? বেলেঘাটা আইডি হাসপাতালের ডাক্তারবাবু বলছেন, “এক্ষেত্রে রোগী উঠে দাঁড়ালে দ্রুত রক্তচাপ নামতে শুরু করে। যার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়ে সমস্যা হয়। সাধারণত স্নায়ুরোগ, দীর্ঘদিন ডায়াবিটিসে ভুগলে এ ধরনের রোগ হয়। কিছু ক্ষেত্রে হৃদরোগীরাও এই সমস্যায় ভোগেন। এখন কোভিডে একই সমস্যা দেখা যাচ্ছে। ডেঙ্গির ক্ষেত্রেও এই উপসর্গ দেখা গিয়েছিল। কিন্তু তা এত মারাত্মক ছিল না।”

আরও পড়ুন: ‘জেলা সভাপতি হিসাবে শেষ মিটিং কিনা জানি না’, দলত্যাগের জল্পনা উস্কে দিলেন জিতেন্দ্র

চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনা আক্রান্ত অল্পবয়সীদের তুলনায় আকস্মিক মাথা ঘোরানোর প্রবণতা বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। উডল্যান্ডস হাসপাতালের সিসিইউ চিকিৎসক সৌতিক পান্ডার কথায়, “সাধারণত বয়স্ক মানুষেরা শোওয়া অবস্থা থেকে উঠে বসলে বা বসা অবস্থা থেকে উঠতে গেলে মাথা ঘুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শারীরিক এই অসুস্থতায় যদি দেখা যায় আচমকা রক্তচাপ কমতে শুরু করেছে, তাহলে তা হল পস্চুরাল হাইপোটেনশন। কোভিডে অন্য উপসর্গের সঙ্গে দুর্বলতা থাকছে। সেই দুর্বলতা থেকে রোগীর মাথা ঘুরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তবে পস্চুরাল হাইপোটেশন কোভিডের অন্য উপসর্গগুলির সঙ্গে যুক্ত থাকা আরেকটি উপসর্গ হতে পারে। কিন্তু আকস্মিক মাথা ঘুরিয়ে যাওয়া ছাড়া রোগীর আর কোনও উপসর্গ নেই, এমন ঘটনা খুবই কম।”

আরও পড়ুন: ‘যাদের হাতে ক্ষমতা, তাঁরাই চাইছে না দলটা থাকুক’, বিক্ষুব্ধদের তালিকায় আরেক তৃণমূল সাংসদ