Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on TV-9 Bangla : উত্তর থেকে দক্ষিণ, সত্যি কথা বলতে গিয়ে বারবার আক্রান্ত, কেন এত রোষ টিভি-৯ বাংলার উপর?

Attack on TV-9 Bangla : শুধু দক্ষিণবঙ্গে নয়, হামলা হয়েছে উত্তরবঙ্গেও। ২০২১ সালের ৫ ডিসেম্বর অ্যাম্বুলেন্সের দালাল চক্রের খবর করতে গিয়ে মালদার (Malda) ইংরেজবাজারে আমাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিকের উপর হামলা হয়।

Attack on TV-9 Bangla : উত্তর থেকে দক্ষিণ, সত্যি কথা বলতে গিয়ে বারবার আক্রান্ত, কেন এত রোষ টিভি-৯ বাংলার উপর?
বারবার আক্রান্ত টিভি-৯ বাংলা
Follow Us:
| Updated on: Feb 27, 2023 | 8:55 PM

ঘিরে ফেলেছে জনা পঞ্চাশেক লোক। কেড়ে নিয়েছে ক্যামেরা। হাত পড়েছে বুমে। কী করা উচিত আর কী করা উচিত নয়, ঠিক করতে করতেই আচমকা একটি ঘুষি এসে পড়ল টিভি-৯ বাংলার সাংবাদিক সুজয় পালের মুখে। আর একটা ঘুষি এসে লাগল পেটে। বেধড়ক মার খেলেন ক্যামেরাপার্সন রজত সিকদারও। রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে শেষ যে নামটি উঠে এসেছে, সেটি বিভাস অধিকারীর। সোমবার সেই বিভাসের এলাকা বীরভূমের নলহাটিতে পৌঁছে গিয়েছিলেন টিভি নাইন বাংলার প্রতিনিধিরা। তাঁদের হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর শুরু করে বিভাসের শাগরেদরা। তবে এই প্রথম নয়, যাত্রা শুরুর পর থেকে লাগাতার দুষ্কৃতীদের রোষের মুখে পড়েছে টিভি-৯ বাংলা। তবে বীরভূমে হামলা এই প্রথম নয়। গত বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীরভূমের দেউচা-পাচামির কাপাসডাঙায় একটি ‘অস্তিত্বহীন’ স্কুলের খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন আমাদের আর এক প্রতিনিধি তন্ময় প্রামাণিক। তাঁকে ঘিরে ধরেছিল প্রায় ৫০ জনের একটি বাইক বাহিনী। 

হুমকি আসানসোলে

২০২১ সালের জানুয়ারি মাসে কীভাবে বেআইনি কয়লা উত্তোলন হয় সেই সংক্রান্ত খবর সম্প্রচার হয়েছিল। কীভাবে পাচার হয়। কীভাবে রাতে মাল কাটাররা কয়লাখনিতে ঢুকে। এসব দেখানো হয়েছিল। এই খবর সম্প্রচারের পর মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে প্রচুর হুমকি আসে। ২০২২ সালে পুলিশের তোলাবাজির খবর সম্প্রচার হয়। যেখানে দেখানো হয় আসানসোল উত্তর থানা পুলিশ কিভাবে তোলা তুলছে। সেই খবর সম্প্রচারের পর পুলিশের ফোনে তলব করা হয়েছিল রিপোর্টারকে।

হামলা বাসন্তী হাইওয়েতে 

অন্যদিকে ২০২১ সালেরই ৭ নভেম্বর বিনা অনুমতিতে আব্বাস সিদ্দিকী সভা করতে এলে বাসন্তী হাইওয়ের ভোজেরহাটের কাছে পুলিশ আটকায় আইএসএফ কর্মীদের। আব্বাস সিদ্দিকীর গাড়িও আটকে দেওয়া হয়। সেই খবর কভার করতে গেলে আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হয় টিভি নাইন বাংলার সাংবাদিক সত্যজিৎ মণ্ডল ও ক্যামেরাপার্সেন সুদেব। ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে আইএসএফ কর্মীরা।

হামলা নদিয়ায়

মার খেতে হয়েছে আমাদের নদিয়ার প্রতিনিধিকেও। নবদ্বীপ পৌরসভা পানীয় জলের নাম করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ, জলের লাইনের টাকা দিতে না পারার কারণে ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাতে ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ অধিকারীর বাড়ির জলের কানেকশন কেটে দেওয়া। এই খবর আমরা সম্প্রচার করি ২০২৩ সালের ১ জানুয়ারি। এর পরের দিন আমাদের প্রতিনিধি মানুষের সঙ্গে কথা বলতে ওই ওয়ার্ডে যায়। অভিযোগ, তখনই ওই ২৪ নম্বর ওয়ার্ডের তেঘরী এলাকার বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভাপতি উজ্জ্বল সাহা আমাদের সাংবাদিক মহাদেব কুন্ডুকে বেধড়ক মারধর করেন। ৩ তারিখ পৌরসভার পক্ষ থেকে মহাদেবের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয় নবদ্বীপ থানায়। 

হামলা উত্তরবঙ্গে

শুধু দক্ষিণবঙ্গে নয়, হামলা হয়েছে উত্তরবঙ্গেও। ২০২১ সালের ৫ ডিসেম্বর অ্যাম্বুলেন্সের দালাল চক্রের খবর করতে গিয়ে মালদার (Malda) ইংরেজবাজারে আমাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিকের উপর হামলা হয়। হাসপাতালে ঢোকার মুখেই কয়েকজন দুষ্কৃতী আমাদের রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে বেধড়ক মারধর করতে থাকে। ঘটনায় গুরুতর চোট পান দু’জনই।

পুরভোটে আক্রান্ত টিভি-৯ বাংলা

গত বছর ২৭ ফেব্রুয়ারি পুরভোট চলাকালীন খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলাম আমরা। গুঁড়িয়ে দেওয়া হয় আমাদের ক্যামেরা। ছবি তুলতে, খবর করতে বাধা দেওয়া হয় আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত ও দীপঙ্কর জানাকে। উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের কাছে তাঁদের উপর হামলা হয়।

সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
সল্ট পেরেছিলেন, ডিজে ব্র্যাভোর ভরসা কুড়োবেন নতুন নাইট!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
গরীব ক্যাপ্টেন আর এক বিতর্কিত ক্রিকেটারের আশ্চর্য কাহিনি!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
পঞ্জাবে 'জন্ম', দিল্লিতে বেড়ে উঠছেন আরও এক ফিনিশার!
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
বৈঠকে বসেছে Bajaj, Tata, Maruti Suzuki! আসছে কোনও দারুণ খবর?
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
গিলের পয়া মাঠ, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স! কে কোথায় এগিয়ে?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
প্রীতির ভাগ্য ফেরাবেন 'চ্যাম্পিয়ন' শ্রেয়স?
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশ হারিয়ে যাচ্ছেন, ফিরবে মিঞাঁর রাজ!
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
'পয়লা' অবিনাশ, প্রতিপক্ষের সর্বনাশ! পন্টিংয়ের পঞ্জাবের নতুন ভরসা
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার
কয়েক দিনেই এসেছে লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা! মালামাল করেছে ভারতের বাজার