AVBP Protest: ABVP-র স্বাস্থ্য ভবন অভিযান, মারতে-মারতে আন্দোলনকারীদের গাড়িতে তুলল পুলিশ

RG Kar Protest: জানা যাচ্ছে, আজ সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল এবিভিপির। কিন্তু সিজিও কমপ্লেক্সের কাছে আটকে দেওয়া হয়। এরপরই ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে এবিভিপি কর্মী সমর্থকদের শুরু হয় ধাক্কাধাক্কি।

AVBP Protest: ABVP-র স্বাস্থ্য ভবন অভিযান, মারতে-মারতে আন্দোলনকারীদের গাড়িতে তুলল পুলিশ
বিক্ষোভকারীদের টেনে তুলল পুলিশImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 7:01 PM

কলকাতা: একদিকে তুমুল বৃষ্টি। রাস্তায় জমেছে অল্প বিস্তর জল। সেই বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযানে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন তাঁরা। স্বাস্থ্য ভবনের সামনে চলে স্লোগান। বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধরপাকড়।

জানা যাচ্ছে, আজ সিটি সেন্টারের সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল এবিভিপির। কিন্তু সিজিও কমপ্লেক্সের কাছে আটকে দেওয়া হয়। এরপরই ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে এবিভিপি কর্মী সমর্থকদের শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশের তরফে পরিষ্কার জানানো হয়, স্বাস্থ্য ভবনে তাদের যেতে দেওয়া হবে না। এরপরই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে রওনা দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আন্দোলরত এক ছাত্র বলেন, “স্বাস্থমন্ত্রী হারিয়ে গিয়েছেন। রাজ্যের মান-সম্মান ধুলোয় মিশে গিয়েছে।”

এ দিকে, বিক্ষোভকারীদের আটকাতে শেষমেশ লাঠিপেটা পুলিশের। টেনে হিঁচড়ে, কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ যাননি মহিলারাও। বিক্ষোভরত এক মহিলা আন্দোলনকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারায় এই সব হচ্ছে। ওরা মারতে চাইছে তো মারুক। এখানেই বসে থাকব। এক সপ্তাহ পেরিয়েছে। তবুও তদন্ত হচ্ছে না।” রীতিমতে জমা জলে দৌড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। পাল্টা পুলিশও তাদের ধাওয়া করে।